সেভেন আপ এর স্মৃতি কি ফিরে আসবে ব্রাজিলের? হাফ টাইমে ২ গোল খেয়ে বসে আছে। নেইমার কাজানে গোলমুখে চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু গোলমুখ খুজে পাচ্ছেন না। আর বেলজিয়ামের প্রশংসা তো কমই হয়। যাক, অবশেষে আর্জেন্টাইন ফলোয়াররা দুকথা বলতে পারবেন। ফ্রাস্সের কাছে ৪-৩ গোলের হারে ব্রাজিল সমর্থকদের কাছে যে দুকথা শুনেছেন আজ তো ফেরত দিতে পারবেন মন মতো।
যে দলটা ৩৯২ দিন আগে সর্বশেষ কোন আন্তর্জাতিক ম্যাচে পিছিয়ে ছিল সেই দলটার বিপক্ষেই বেলজিয়াম এমন আক্রমণাত্মক খেলা উপহার দিবে কেউ কি কল্পনা করেছিল? কিন্তু কল্পনাকেও হার মানিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে ব্রাজিলের জালে দুই গোল দিয়ে ০-২ ব্যবধানে এগিয়ে রয়েছে ইউরোপের পরাশক্তি বেলজিয়াম।
এখন ব্রাজিল কি চমক দেখাবে? দেখা যাবে নেইমার জাদু? না হলে আজ ব্রাজিলের লজ্জা।