TechJano

ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে ‘দেবী’ নিয়ে দিনব্যাপী কর্মসূচি

মুক্তির আগেই আলোড়ন তুলেছে অনম বিশ্বাস পরিচালিত এ বছরের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দেবী’। রাজধানীর ফুলার রোডে নিজেদের কার্যালয়ে চলচ্চিত্রটির অপ্রকাশিত ট্রেলার প্রকাশ, চলচ্চিত্রটি নিয়ে আলোচনা অনুষ্ঠান ও ফ্যাশন প্রদর্শনীর আয়োজন করে ব্রিটিশ কাউন্সিল। অনুষ্ঠানে বহু চলচ্চিত্রানুরাগী উপস্থিত ছিলেন।

দেবী চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, ইরেশ যাকের ও শবনম ফারিয়া। অপ্রকাশিত ট্রেলারটি দেখানোর পর দর্শকদের ‘দেবী’র অভিনয় শিল্পীদের পরিচয় করিয়ে দেন ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর বারবারা উইকহ্যাম। উপস্থিত দর্শকদের ছবিটির এক্সক্লুসিভ কিছু ফুটেজও দেখানো হয়।

কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ সৃষ্ট কিংবদন্তী চরিত্র ‘মিসির আলী’ প্রথমবারের মতো চলচ্চিত্রায়িত হচ্ছে ‘দেবী’ চলচ্চিত্রটির মাধ্যমে। ট্রেলার প্রদর্শনের পরে, জয়া আহসান ও চঞ্চল চৌধুরীসহ অন্যান্য শিল্পীরা তাদের এ চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা নিয়ে দর্শকদের সাথে কথা বলেন। প্রাণবন্ত এ আলোচনায় দর্শকরা জানতে পারে একটি কিংবদন্তী উপন্যাসের চলচ্চিত্রে প্রাণ পাওয়ার কাহিনি সম্পর্কে। জনপ্রিয় উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রনির্মাণের বিষয়গুলো এবং দর্শক প্রত্যাশা মেটানো নিয়েও অনুষ্ঠানে দর্শকদের সাথে আলোচনা করেন ‘দেবী’র অভিনয়শিল্পীরা।

জয়া আহসান তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘অভিনয়শিল্পী হিসেবে এ চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং ছিলো। এ চরিত্রটি করতে গিয়ে, আমাকে পুরোপুরি মন:স্তাত্বিক রূপান্তরের মধ্য দিয়ে যেতে হয়েছে। এখন আমার অপেক্ষা দর্শকদের প্রতিক্রিয়ার।’

বিপ্লব সাহার ‘বিশ্বরঙ’র আয়োজনে ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিতে অনুষ্ঠিত হয় ‘দেবী কালেকশন’ শীর্ষক প্রদর্শনী। আমন্ত্রিত অতিথি ও গ্রাহকরা বিশ্বরঙের ফ্যাশন কালেকশন ঘুরে দেখেন এবং পছন্দের পোশাক কেনেন। একটি গ্রুপ ছবি তোলার মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।

যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের সেতু হিসেবে কাজ করে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ। নতুন সেবার সূচনা ও নতুন ধরনের কনটেন্ট তৈরি এবং তা গ্রাহকদের জন্য সচরাচর করার মাধ্যমে সংস্থাটি দু’টি দেশের সাংস্কৃতিক প্রতিবন্ধকতা হ্রাসে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে, ডিজিটাল অন্তর্ভুক্তি আরেকটি ধাপ। ডিজিটাল লাইব্রেরিতে শুধুমাত্র অডিও বই, ই-বই, সংবাদপত্র ও ম্যাগাজিনই নেই, পাশাপাশি, এটা লাইব্রেরি সদস্যদের সহস্রাধিক চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, সিরিজ ও থিয়েটার প্রডাকশন দেখারও সুযোগ করে দিচ্ছে।

Exit mobile version