ইভেন্ট

“ব্লাড ডোনেশন ক্যাম্প”: জয় হবে মানবতার!

By Baadshah

June 14, 2019

ব্লাড ডোনেশন চ্যালেঞ্জে’র মাধ্যমে সারাবিশ্বের মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করতে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আগামী ১৬ জুন রক্তদান ক্যাম্পেইন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে৤ ক্যাম্পেইনটির উদ্বোধন করবেন খ্যাতনামা শিল্পী রাশেদ উদ্দিন আহমেদ তপু৤ মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ক্যাম্পেইনটিতে মানুষ রক্তদান করবেন ও তাদের বন্ধুদের একই কাজে উৎসাহিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে হ্যাশট্যাগ #Blood_donation_Challange #Bloodman লিখে ছবি শেয়ার দিতে পারবেন৤ সারা বিশ্বের মানুষকে রক্তদানে উদ্বুব্ধ করতে আগামী ৩০ জুলাই ২০১৯ পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে৤

বাংলাদেশে প্রতি বছর দশ লাখের বেশি রোগীর জন্য ষাট লাখেরও বেশি মানুষ রক্তদানের সঙ্গে যুক্ত থাকেন৤ এদের মধ্যে ৫ শতাংশ রোগী নেগেটিভ ব্লাডগ্রুপের, যারা সঠিক সময়ে রক্ত না পাওয়ার কারণে মারা যান৤ প্রতিবছর ছয় হাজারেরও বেশি শিশু থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্ম নেয়, যাদের থ্যালাসেমিয়া রোগের জন্য প্রতি মাসে রক্তের প্রয়োজন হয়৤ বাংলাদেশে জাতীয় চাহিদার ৩২ শতাংশ এখনো পেশাদার রক্তদাতারা পূরণ করছেন (অধিকাংশ ক্ষেত্রে মাদকসেবীরাই রক্ত বিক্রি করে থাকেন)৤ বেশিরভাগ উন্নয়নশীল দেশে রক্তদানের চিত্র অনেকটা এরকমই৤

বেশি মানুষকে রক্তদানে উদ্বুব্ধ করার উদ্দেশ্য নিয়ে ব্লাড ডোনেশন চ্যালেঞ্জ প্রচার করা যেতে পারে এবং এ ধরনের মহৎ কাজে অন্যকে মনোনয়ন বা চ্যালেঞ্জ করাকেই ব্লাড ডোনেশন চ্যালেঞ্জ বলা হচ্ছে৤ ১৪ জুন ২০১৯, বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ব্লাড ডোনেশন চ্যালেঞ্জ’র প্রচার করতে বিশ্বের বিভিন্ন প্রান্তের রক্তদানে ইচ্ছুক, নীতি নির্ধারক, সেলিব্রিটি, অয়লো’র কান্ট্রি এম্বাসেডরস, ব্লাডম্যান স্বেচ্ছাসেবীরা ১৬ জুন ২০১৯ তারিখে রক্তদান শুরু করবেন৤  জনপ্রিয় ব্যক্তিবর্গের মাধ্যমে সচেতনতা তৈরি এবং তাদের ভক্তদের একটি নির্দিষ্ট সময় পর পর রক্তদান করার চ্যালেঞ্জ ফেসবুকে প্রচারের মাধ্যমে এটি জনপ্রিয়তা পাবে৤

এই মহৎ কাজের উদ্যোগ নিয়েছে ব্লাডম্যান এবং এতে সহযোগিতা করছে ফেসবুক, ব্র্যাক এবং অয়লো

সেলিব্রিটিস, নীতি নির্ধারক এবং রক্তদাতারা এই ক্যাম্পেইনে অংশ নেবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) তারা তা জোড়ালোভাবে প্রচার করবেন৤