দেশে ঘঠছে তথ্যপ্রযুক্তির বিপ্লব। এত বড় বড় সব যুগান্তকারী এ্যাপস আবিষ্কারের এসময়টিতে বাংলাদেশ ব্লাড ডোনারস ফোরাম নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এনেছে ভিন্নধর্মী এক উদ্যোগ। সম্প্রতি ব্লাড ম্যানেজার নামে এই ডিজিটাল অ্যাপ চালু করেছে বাংলাদেশ ব্লাড ডোনারস ফোরাম নামে একটি স্বেচ্ছাসেবী রক্তাদাতা সংগঠন। যেখানে খুব সহজেই সারা দেশের রক্তদাতার সন্ধান মিলবে।
সংগঠনটির সভাপতি কামরুল বলেন, “অ্যাপটিতে সারা দেশের স্থানীয় স্বেচ্ছাসেবকদের ছবিসহ বিস্তারিত তথ্য দেয়া আছে। অর্থাৎ যার জেলায় রক্তের প্রয়োজন হবে, অ্যাপের মাধ্যমে রক্তগ্রহীতারা সেই জেলায় স্বেচ্ছাসেবকের মাধ্যমে যোগাযোগ করে রক্তদাতার সন্ধান পেয়ে যাবে। এছাড়া সরাসরি অ্যাপ থেকে সার্চ করে যে কোনো গ্রুপের রক্তদাতা খুঁজে নেয়া যাবে। অ্যাপটিতে রক্তদাতারা নিজের ছবিসহ নিবন্ধন করে সহজেই রক্তদান কার্যক্রমে অংশ নিতে পারবে। অ্যাপটির বিশেষ সুবিধা হচ্ছে নিবন্ধিত রক্তদাতাদের ৪ মাস পরপর রক্তদানের সময় অটো গ্রিন সিগন্যাল কালারের মাধ্যমে মনে করিয়ে দেবে তিনি রক্ত দিতে পারবেন।” যাদের ৪ মাস সময় হয়নি তাদের লাল কালার সিগন্যাল দিয়ে মনে করাবে তার এখনও রক্তদানের ৪ মাস হয়নি। অ্যাপটির মাধ্যমে মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ করে বিনামূল্যে চিকিৎসা নেয়া যাবে। রক্তদানের সচেতনতা ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্যও জানা যাবে। রক্তদানকেন্দ্রিক এ ধরনের ব্যতিক্রমী অ্যাপ বাংলাদেশে প্রথম।