দারুণ খবর। ভাঁজ করা ফোনের দুনিয়ায় পা ফেলছে হুয়াওয়ে। হুয়াওয়ে প্রতিবছর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনতে কাজ করে যাচ্ছে।এবার ফোল্ডিং ফোনের প্যাটেন্ট সংগ্রহ করেছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। প্যাটেন্ট অনুযায়ী হুয়াওয়ের নতুন ফোল্ডিং ফোনের ডিসপ্লে বইয়ের মত ভাঁজ করা যাবে। এই ফোন তৈরির জন্য গতবছরের ১৯ সেপ্টেম্বর হুয়াওয়ে প্যান্টে আবেদন করেছিল। সম্প্রতি প্রতিষ্ঠানটি প্যাটেন্টের কপি হাতে পায়। হুয়াওয়ের এই ফোল্ডিং ফোনের মাইক্রোসফটের সারফেস বুকের মতেই একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে সিঙ্গেল প্যানেলের ডিসপ্লে রয়েছে। তবে ফোনটির কনফিগারেশন কেমন হবে, এটি কিভাবে কাজ করবে সে সম্পর্কে হুয়াওয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।