প্রযুক্তি বিশ্ব

ভাঙবে না ফোনের ডিসপ্লে, অপো লাগাচ্ছে গরিলা গ্লাস

By Baadshah

August 08, 2018

ভাঙবে না আর ফোনের ডিসপ্লে। এবার আসছে কর্নিং গরিলা গ্লাস সিক্স। বাজারে আসতে যাচ্ছে এর সর্বশেষ সংস্করণ গোরিলা গ্লাস-৬। আর এটির প্রথম ক্রেতা হিসেবে বাজারে এই গ্লাস সর্বপ্রথম ব্যবহার করতে যাচ্ছে স্মার্টফোন নির্মাণকারী প্রতিষ্ঠান অপো। গোরিলা গ্লাস নির্মাণকারী প্রতিষ্ঠান কর্নিং বিষয়টি নিশ্চিত করে। অপোর অপকামিং ফোনে গরিলা গ্লাস সিক্স ব্যবহৃত হচ্ছে। ফোনটি আগামী সপ্তাহে বাজারে আসার কথা রয়েছে।

সোমবার এক বিবৃতিতে কর্নিং জানায়, তাদের গরিলা গ্লাস-৬ সর্বপ্রথম নিজেদের ডিভাইসে ব্যবহার করতে যাচ্ছে অপো। নিকট ভবিষ্যতে বাজারে আসতে যাচ্ছে অপো’র নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ধারণা করা হচ্ছে, তাতেই থাকতে পারে গরিলা গ্লাস-৬। তবে ঠিক কোন মডেলের ডিভাইসে এটি থাকবে তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, এফ-৯, এফ-৯ প্রো অথবা আর-১৭’এর সাথে অপো’র গ্রাহকেরা পেতে পারেন এই গরিলা গ্লাস-৬।

কর্নিংয়ের পক্ষ থেকে বলা হয় যে, ল্যাব টেস্টে এক মিটার উচ্চতা থেকে বিভিন্ন ধরণের মেঝেতে উন্মুক্তভাবে ফেলে পরীক্ষা করা হয় গরিলা গ্লাস-৬ এর স্থায়ীত্ব। তার মধ্যে ১৫ বার পর্যন্ত নিচে পরেও অক্ষুণ্ণ ছিল এই বিশেষ কাঁচের ডিসপ্লে গ্লাস।

কর্নিংয়ের ভাইস প্রেসিডেন্ট এবং মহা-ব্যবস্থাপক জন বেইন বলেন, “অপো আমাদের গ্লাস নির্বাচন করাতে আমরা বেশ উত্তেজিত। অপো’র ফ্ল্যাগশিপ ডিভাইসের যেসব গ্রাহক প্রতিদিনের প্রতি মুহুর্তের ডিজিটাল জীবনের জন্য স্মার্টফোনের ওপর ভরসা করেন তাদেরকে কয়েকবার পর্যন্ত দূর্ঘটনা থেকে অতিরিক্ত নিরাপত্তা দেবে আমাদের গ্লাসটি”।

স্বচ্ছতা, স্পর্ক সংবেদনশীলতা, দাগ না পরা, মজবুত এবং স্থায়ীত্বের কারণে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় গরিলা গ্লাস। বিশ্বের প্রায় ৪৫টি ব্র্যান্ডের স্মার্টফোনের প্রায় ছয় বিলিয়ন ডিভাইসে এখন পর্যন্ত গোরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে।

কর্নিংয়ের গরিলা গ্লাস প্রটেকশন বিশ্বের নামকরা ফোনে ব্যবহৃত হচ্ছে। সারা পৃথিবীতে প্রায় সিক্স বিলিয়ন ফোনের সুরক্ষার জন্য এটি সংযুক্ত আছে। এই গ্লাসের বিশেষত্ব হচ্ছে এটি ব্যবহারে অপটিক্যাল ক্লারিটি পাওয়া যায়। এছাড়াও এটি টাচ সেনসেটিভ, স্ক্র্যাচ রেসিট্যান্ট। কর্নিং দাবি করছে তাদের গরিলা গ্লাস সিক্স ব্যবহারে স্মার্টফোনের ডিসপ্লে সহজে ভাঙবে না।