ক্যারিয়ার

ভারতেশ্বরী হোমসে শিক্ষক হবার সুযোগ

By Baadshah

September 13, 2018

নারী শিক্ষা ও স্বাবলম্বনে নিবেদিত ঐতিহ্যবাহী ভারতেশ্বরী হোমস্‌ (স্কুল ও কলেজ)- এ সরকারি বিধি মোতাবেক অধ্যক্ষ ও স্কুল শাখায় সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

যোগ্যতা:

প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন এবং সেবার মানসিকতায় উদ্বুদ্ধ আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতন:

প্রযোজ্য স্কুল ও ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ/সহকারী প্রধান শিক্ষকের জন্য দেয় অন্যান্য সুবিধা।

আবেদনের নিয়ম:

শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, অভিজ্ঞতা প্রত্যয়নপত্র, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবিসহ আবেদনপত্র (মোবাইল ফোন নম্বরসহ) অধ্যক্ষ এর কার্যালয়ে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে ভারতেশ্বরী হোমসের অনুকূলে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার যুক্ত করতে হবে।

আবেদনের সময়সীমা:

আগামী ৩০ সেপ্টেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১১ সেপ্টেম্বর ২০১৮, পৃ.৭