প্রযুক্তি খবর

ভিডিও কলিংয়ে স্কাইপের বিকল্প কি আছে? জেনে নিন ৫ অ্যাপের কথা

By Baadshah

February 27, 2018

স্কাইপ ছাড়া নাকি ভিডিও কল হয় না? কে বলেছে! ভিডিও কল করার জন্য এক সময় হয়তো জনপ্রিয় ছিল স্কাইপ, এখনো হয়তো আছে। কিন্তু এর বিকল্পও কিন্তু আছে। জেনে নিন স্কাইপের বিকল্প পাঁচটি অ্যাপের কথা: গুগল হ্যাং আউটস:স্কাইপের প্রায় সবকটি ফিচার রয়েছে গুগুল হ্যাংআউটে। কোন ব্যাক্তিকে খুঁজে বার করার জন্য ব্যবহার করতে পারেন তার ইমেল বা ফোন নম্বর। ভিডিও কলিং ছাড়াও হ্যাংআউটে রয়েছে ভয়েস কলিং ও চ্যাটিং এর সুবিধা। আপনার বন্ধুরা যাদি অ্যাপেল ইউজার না হন তবে হ্যাংআআউট অবশ্যই অন্যতম সেরা অপশন। উভু:অতটা জনপ্রিয় না হলেও উভু অবশ্যই গ্রুপ কলিং এর জন্য অন্যতম সেরা অ্যাপ। ১২ জন একসাথে ভিডিও কলিং করা যায় এই অ্যাপে। এছাড়াও এই অ্যাপের ভিডিও ও অডিও কল কোয়ালিটি অন্যান্য অ্যাপের থেকে অনেকটাই ভালো। এছাড়াও এই অ্যাপে আপনি শেয়ার করতে পারবেন আপনার ফোনের স্ক্রিন। যার মাধ্যমে আপনারা একই সাথে দেখতে পারবেন একই ইউটিউব ভিডিও। লাইন:মেসেজিং এর জন্য জনপ্রিয় হলেও লাইন দিয়ে খুব ভালো ভিডিও কল করা যায়। এছাড়াও আপনি গ্রুপে মেসেজ ও ভয়েস কল করতে পারবেন লাইনের মাধ্যমে। সব স্মার্টফোনের জন্যই পাওয়া যায় এই অ্যাপ। ফিচারের দিক থেকে বিচার করলে লাইনের ফিচার স্কাইপের থেকে অবশ্যই বেশি। টক্স:সিকিউরিটি যদি আপনার প্রাধান্য হয় তবে আপনার অ্যাপ অবশ্যই টক্স। এটি একটি ওপেন সোর্স টুল। স্পাইং ও ট্র্যাকিং থেকে মুক্তি দিতেই তৈরি এই অ্যাপ। মেগাচ্যাট:ইন্টারনেট উদ্যোক্তা কিম ডটকম বিনা মূল্যে কথা বলার জনপ্রিয় সফটওয়্যার স্কাইপের বিকল্প তৈরি করছেন। বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফটের মালিকানাধীন স্কাইপের বিকল্প হিসেবে কিম ‘মেগাচ্যাট’ তৈরি করেন।