TechJano

ভুয়া খবর প্রচার রুখতে ফেসবুকের নতুন পদক্ষেপ

ফেসবুকের মাধ্যমে খবর প্রচার করা অনেক সহজ আর তাই অপপ্রচার চালানো এবং ভুয়া খবর ছাড়াতে হরহামেশাই ফেসবুককে ব্যাবহার করা হয়।ভুয়া খবর প্রচার রুখতে কিছুদিন আগেই লাল সতর্কীকরণ বার্তা এনেছিল ফেসবুক৷ কিন্তু এর ফলে ভুয়া খবর কমে যাওয়ার পরিবর্তে তার প্রচার আরও বেড়ে গিয়েছিল৷ এবার ভুয়া খবর প্রতিরোধে নতুন পদক্ষেপ নিল ফেসবুক কর্তৃপক্ষ৷

জানা গেছে, এবার থেকে সন্দেহজনক খবর প্রতিরোধ করতে নিউজ ফিডে তার পরিমাণ কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ফেসবুক কর্তৃপক্ষ৷ ভুয়া খবর প্রতিরোধের অংশ হিসাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ কারণ ফেসবুক চায় তার ব্যবহারকারীরা যেন এসব খবরগুলিকে দেখতে না পায়৷ তাই এই গল্পগুলিকে পুরোপুরি বর্জন না করে নিউজ ফিডে সেগুলির পরিমাণ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক৷

সোশ্যাল মিডিয়াগুলির তৃতীয় পক্ষ তথ্য-পরীক্ষকরা যখন একটি পোষ্টকে ভুল বলে নিশ্চিত করবে, তখন সেই নিউজ ফিডে সেই পোষ্টের দৃশ্যমানতা কমিয়ে দেবে ফেসবুক৷ এ বিষয়ে ফেসবুকের একজন মুখপাত্র বলেন, “যেসব গল্পগুলি ভুয়া বলে নিশ্চিত করা হবে, আমরা নিউজ ফিডে সেগুলির পরিমাণ কমিয়ে দেব।”  নতুন প্রকাশিত আর্টিকেল দেখার জন্য এবং সেগুলি ভুয়া কি না তা পরীক্ষার জন্য মেশিনও ব্যবহার করছে ফেসবুক৷ এবিষয়ে ফেসবুকের সেই মুখপাত্র আরও বলেন, ‘‘কোনগুলি ভুয়া খবর তা জানতে আমরা মেশিন শিক্ষার সাহায্য নিচ্ছি।”

Exit mobile version