দেশ

ভেরিফায়েড হল বেসিসের ফেসবুক পেইজ

By Baadshah

March 18, 2018

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর অফিশিয়াল ফেসবুক পেইজ ভেরিফাই করেছে ফেসবুক। এখন থেকে বেসিসের ফেসবুক পেইজের পাশে নীল টিক চিহ্ন দেখতে পাবেন ব্যবহারকারিরা। ১৮ মার্চ (রবিবার) সকাল ১১টা ১০ মিনিটে বেসিসের গণসংযোগ শাখাকে অ্যাকাউন্ট ভেরিফায়েড হওয়ার সংবাদ দেয় ফেসবুক। ফেসবুক পেইজ ভেরিফায়েড হওয়ার কারণে, বেসিসের নামে থাকা ভুয়া একাউন্টগুলো বন্ধ হয়ে গেছে। পাশাপাশি এখন থেকে ব্যবহারকারিরা বেসিসের ভেরিফায়েড পেইজ থেকেই সব ধরনের নির্ভুল প্রয়োজনীয় তথ্য পাবেন, পাবেন বিশেষজ্ঞ পরামর্শও। ভেরিফায়েড হওয়ার কারণে বেসিসের অফিশিয়াল ফেসবুক আইডি নষ্ট বা হ্যাক হওয়ার সম্ভবনাও হ্রাস পেয়েছে। বেসিসের ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাইড হওয়ার সংবাদে উচ্ছাস প্রকাশ করেছেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর। বেসিস সভাপতি বলেন, বেসিসের ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাইড হওয়ার কারণে এখন থেকে ব্যবহারকারিরা নিশ্চিন্তে বেসিস পেইজ ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশিদার বেসিসের ফেসবুক পেইজ ভেরিফাইড হওয়া মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকৃত তথ্য প্রবাহও নিশ্চিত হলো। বেসিসের ফেসবুক পেইজ ভেরিফাইড হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন বেসিস কার্যনির্বাহী পরিষদ সদস্যরাও।