নতুন পন্য

ভেসপা আনলো ইলেকট্রিক স্কুটার

By Baadshah

September 01, 2018

প্রথমবারের মতো ইলেকট্রিক স্কুটার আনলো ভেসপা। এই অক্টোবরে স্কুটারটি ইউরোপের বাজারে সর্বপ্রথম পাওয়া যাবে। ২০১৯ সালের শুরুতে যুক্তরাষ্ট্র ও এশিয়ার বাজারে স্কুটারটি মিলবে। ইলেকট্রিক স্কুটার বাজারে আনার জন্য দীর্ঘদিন করে কাজ করে আসছে ভেসপা। শোনা যাচ্ছে আগামী মাস থেকে এটি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হবে।

ভেসপার মূল প্রতিষ্ঠান পিয়াজিও নতুন ইলেকট্রিক স্কুটারের দাম এখনো প্রকাশ করেনি। তবে ধারণা করা হচ্ছে এর দাম খানিকটা চড়া হবে। ভেসপার হাইএন্ড মডেলের মতই এর মূল্য হবে।

ভেসপার নতুন এই ইলেকট্রিক বাইক এক চার্জে চলবে ১০০ কিলোমিটার। ভেসপার ৫০ সিসির স্কুটারের চেয়েও এর পারফরমেন্স ভালো হবে। এটি সম্পূর্ণ চার্জ নিতে চার ঘণ্টা সময় নেবে। এর ব্যাটারি এক হাজারবার চার্জ দেয়া যাবে। ভেসপা দাবি করছে তাদের ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি ১০ বছর একটানা সার্ভিস দেবে।

ইলেকট্রিক ভেসপায় বেশ কয়েকটি রাইডিং মোড থাকবে। এর ইকো মোডে টপস্পিড পাওয়া যাবে ঘণ্টায় ৩০ কিলোমিটার। পিয়াজিও শিগগিরই ইলেকট্রিক এক্স নামে আরেকটি ই-বাইক বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়েছে। যেটি এক চার্জে ২০০ কিলোমিটার চলবে।