egeneration shamim ahsan

করপোরেট

মধ্যপ্রাচ্যে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সেবা দেবে ইজেনারেশন

By Baadshah

January 08, 2018

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইটি কনসাল্টিং এবং সফটওয়্যার সলিউশন কোম্পানি ইজেনারেশনলি. এবং দুবাইভিত্তিক দ্রুত বিকাশমান ফিনটেক কোম্পানি স্মার্টক্রাউড এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উক্ত চুক্তি অনুযায়ী ইজেনারেশন স্মার্টক্রাউড এর জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা এ্যানালিটিক্স এবং ব্লকচেইন ভিত্তিক ডিজিটাল বিনিয়োগ প্লাটফর্ম তৈরিকরবে। ইজেনারেশনলি.এরপ্রধান কার্যালয়ে সংঘটিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান এর উপস্থিতিতে ইজেনারেশনের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন ইজেনারেশন গ্রুপের এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল ইসলাম এবং স্মার্টক্রাউড এর পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সিদ্দিক ফরিদ।উক্ত চুক্তিস্বাক্ষরঅনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মধ্য প্রাচ্যের প্রযুক্তি বিশেষজ্ঞ মুশফিক আহমেদ এবং ইজেনারেশন লি. এর হেড অফ অপারেশনস এম রান আবদুল্লাহ। ইজেনারেশনগ্রুপেরচেয়ারম্যানশামীমআহসানবলেন, শুধুমাত্র বিশ্বের নিম্ন মুল্যের আইটি সলিউশন প্রদানকারী দেশ থেকে বের হয়ে উদ্ভাবনে নেতৃত্ব দানকারী দেশ হিসেবে বাংলাদেশকে গ্লোবাল ব্রান্ড এ পরিণত করার জন্য ইজেনারেশন অক্লান্ত কাজ করে আসছে। তারই প্রেক্ষিতে আমরা আর্টিফিশিয়ালইন্টেলিজেন্স, ডাটা এ্যানালিটিক্স, ব্লক চেইন এবং সাইবার সিকিউরিটির মত উদ্ভবনীমূলক প্রযুক্তিতে দক্ষতা তৈরী করেছি এবং সেই দক্ষতার কারনেই স্মার্ট ক্রাউডের প্রেজক্টটি আমরা ইউরোপিয়ান এবং আমেরিকান কোম্পানিদের সাথে প্রতিদ্বন্দিতা করে অর্জন করতে সক্ষম হয়েছি। স্মার্টক্রাউড এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহীসিদ্দিকফরিদ বলেন, ইজেনারেশনে এক দিক থেকে যেমনআর্টিফিশিয়ালইন্টেলিজেন্স সহ নব প্রযুক্তিতে দক্ষ জনবল রয়েছে, একই সাথে তাদের এজাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজি এবং গুনগত মান নিশ্চিত করনেও দক্ষতা রয়েছে। আমরা ইজেনারেশনের সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে আবদ্ধ হচ্ছি এবং আশা করছি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের আরো অনেক নব প্রযুক্তির কাজ বাংলাদেশ থেকে ইজেনারশনের মতো কোম্পা্নিরা করতে পারবে। ইজেনারেশনগ্রুপেরএরএক্সিকিউটিভ ভাইসচেয়ারম্যানএসএমআশরাফুলইসলাম বলেন, ইজেনারেশন ডেনমার্ক, ইউএসএ, ইউকে,জাপান, কানাডা, সৌদিআরব, রাশিয়া, উগান্ডাএবংফিলিপাইন এ সফলতার সাথে আইসিটি প্রজেক্ট বাস্তবায়ন করেছে। এখন মধ্যপ্রাচ্যের আরও একটি দেশ সংযুক্ত আরব আমিরাত আমাদের ক্ল্যাইয়েন্ট পোর্টফোলিওতে যোগ হলো।

তথ্যপ্রযুক্তি মন্ত্রীকে আমরা কোম্পানিজ এর অভিনন্দন