ইভেন্ট

মন্ত্রী হচ্ছেন মোস্তাফা জব্বার, প্রতিমন্ত্রী পলক

By Baadshah

January 06, 2019

নতুন মন্ত্রিসভায় যোগদানের জন্য হতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ইতিমধ্যে টেলিফোন করা হয়েছে। মোস্তাফা জব্বার কে রোববার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ হতে ফোন পান । এই ফোনে মোস্তাফা জব্বার কে নতুন মন্ত্রিসভায় শপথ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় । মোস্তাফা জব্বার আগের মন্ত্রিসভায় তথ্যপ্রযুক্তি বিভাগের মন্ত্রী ছিলেন। এবারও তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মন্ত্রী হচ্ছেন বলে জানা গেছে। আগামীকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। নতুন সরকারের মন্ত্রিসভার শপথও তিনি পড়াবেন। আইসিটি সেক্টরে তার অসামান্য অবদানের জন্যই তাকে মন্ত্রিসভায় রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইসিটি বিভাগে প্রতিমন্ত্রী পেতে পারেন জুনাইদ আহমেদ পলক রোববার বেলা ১টা ১০ মিনিটে মন্ত্রিপরিষদ বিভাগ হতে ফোন পান । এই ফোনে পলককে নতুন মন্ত্রিসভায় শপথ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় । পলক আগের মন্ত্রিসভায় তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী ছিলেন। এবারও তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হচ্ছেন বলে জানা গেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ এ নাটোর-৩ (সিংড়া) আসনে পলক বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।