অ্যাপ রিভিউ

মহাকাশে সেলফি তোলার সুযোগ দিচ্ছে নাসা!

By Baadshah

September 11, 2018

আপনিও চাইলেই মহাকাশে সেলফি তুলতে পারেন। সেলফি তুলতে কার না ভাল লাগে? ফেসবুক বা ইনস্টাগ্রামে নিয়মিত সেলফি তুলে পোস্ট করাটাই তো ট্রেন্ড। কখনও বাড়িতে, কখনও রেস্তোরাঁয়, কখনও বেড়াতে গিয়ে— পাহাড়, জঙ্গল, সমুদ্র। রকমারি সেলফিতে ছেয়ে আছে সোশ্যাল মিডিয়া। নতুন কিছু করতে চান? আপনার জন্য দুরন্ত সুযোগ এনে দিল নাসা। এখন মহাকাশে সেলফি তুলে অনায়াসে তা শেয়ার করতে পারবেন সকলের সঙ্গে।

এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, নাসা নিয়ে এসেছে একটি নতুন অ্যাপ। ‘নাসা সেলফিস অ্যাপ’। এই অ্যাপের সাহায্যে ঘরে বসে তোলা আপনার নিজস্বীকে সেঁটে দেওয়া যাবে মিল্কি ওয়ে গ্যালাক্সি বা অরিওন নেবুলা— ইচ্ছেমতো মহাজাগতিক ক্ষেত্রের প্রেক্ষাপটে। আইওএস ও অ্যান্ড্রয়েড— দুই ধরনের ফোনেই ব্যবহার করা যাবে এই অ্যাপ।

এই অ্যাপের পাশাপাশি আরও একটি অ্যাপ নিয়ে এসেছে নাসা। তার নাম ‘ভিআর’। গ্রহের কক্ষপথে আবর্তন দারুণ ভাবে দেখতে পাবেন এই অ্যাপের সাহায্যে।

তথ্যসূত্র : এবেলা