ইভেন্ট

মাইক্রোসফটের সিইও নাদেলার আয় বাড়লো ৬৬ শতাংশ

By Baadshah

October 19, 2019

মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার বেতন বিগত অর্থবছরের তুলনায় ৬৬ শতাংশ বেড়ে ৪২ দশমিক ৯ মিলিয়ন ডলারে দাড়িয়েছে, মূল বেতন বেড়েছে এক মিলিয়ন ডলার।

মাইক্রোসফটের লক্ষ্যমাত্রা পূরণ এবং শেয়ারের দাম বাড়ায় কৃতিত্বের পুরস্কার হিসেবে সত্য নাদেলার বেতন বাড়ানো হয়েছে।মাইক্রোসফটের স্বাধীন পরিচালকরা বুধবারে এক বিবৃতিতে, গা্হকদের আস্থা অর্জন করা, প্রতিষ্ঠানব্যপী সাংস্কৃতিক পরিবর্তন আনা, নতুন প্রযুক্তি ও বাজারে সফলভাবে প্রবেশ এবং বিস্তারে  নাদেলার কৌশলগত নেতৃত্বের অবদানের কথা উল্লেখ করেন।

২০১৪ সালে স্টিভ বাল্মারের কাছ থেকে সিইও হিসেবে দায়িত্ব নিয়ে সত্য নাদোলা ঐ অর্থবছরে আয় করেন ৮৪ দশমিক ৩ মিলিয়ন ডলার, যা নাদেলার এক বছরে সর্বোচ্চ উপার্জন।

২০১৯ অর্থবছরে প্রতিষ্ঠানটির মধ্যশ্রেণীর কর্মচারীদের (সিইও ছাড়া) বার্ষিক আয় ছিল এক লক্ষ ৭২ হাজার ৫১২ ডলার প্রথম পাঁচ বছরে মাইক্রোসফটের মার্কেট ভ্যালু ৫০৯ বিলিয়ন ডলার বেড়ে ৩০২ বিলিয়ন ডলার থেকে ৮১১ বিলিয়ন ডলার ছুঁয়েছে।

বিগত অর্থবছরে মাইক্রোসফট আর্থিক পারফর্মেন্সে আরেকটি লক্ষ্যমাত্রা অর্জন করেছে, শেয়ার পুনঃনির্ধারণ এবং লভ্যাংশ আকারে ৩০ দশমিক ৯ বিলিয়ন ডলার ফেরত দিয়ে শেয়রহোল্ডারদের জন্য ভাল ফল নিয়ে এসেছে– এমনটাই লিখেছে বোর্ড অব ডিরেক্টরস।

২০১৯ অর্থবছরের শেষ ভাগে মাইক্রোসফট শেয়ারহোল্ডারদের শেয়ার পুনঃনির্ধারণ এবং লভ্যাংশ আকারে ফেরত দিয়েছে ৭ দশমিক ৭ বিলিয়ন ডলার।

মাইক্রোসফটের বর্তমান বাজার মূল্য এক ট্র্রিলিয়ন ডলার। এ বছরের ৪ ডিসেম্বরে প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডারদের সাথে বার্ষিক মিটিং হওয়ার কথা রয়েছে।