নতুন পন্য

মাইক্রোসফট আনছে রক্তচাপ মাপক স্মার্ট গ্লাস

By Baadshah

August 20, 2018

পরবর্তী প্রজন্মের একটি স্মার্ট গ্লাস নিয়ে কাজ করছে মাইক্রোসফট। ‘গ্লাবেলা’ নামের ওই গ্লাসটি পরিধানযোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা যাবে। আর এর মাধ্যমে ব্যক্তি তার ব্লাড প্রেসার সম্পর্কে সঠিক ধারণা পাবেন বলে একটি রিপোর্ট বলছে।

এসিএম জার্নাল অব ইন্টার‍্যাক্টিভ, মোবাইল, পরিধান পণ্য নামে প্রকাশ একটি প্রবন্ধ থেকে জানা যাচ্ছে, ডিভাইসটিতে একটি অপটিক্যাল সেন্সর থাকবে। থাকবে প্রক্রিয়াকরণ ইউনিট, স্টোরেজ এবং যোগাযোগের কম্পোনেন্ট, যা পরোক্ষভাবে ব্যক্তির স্বাস্থ্যগত তথ্যগুলো সংগ্রহ করবে। গ্ল্যাবেলা সবসময়কার রক্তে থাকা বিভিন্ন কনিকার পরিমাণও জানাবে।

এমনকি পরিধান যোগ্য ডিভাইসটি প্রতিটি হার্ট বিটের সময়কার তথ্যগুলোও রেকর্ড করে রাখতে সক্ষম হবে। যদিও এখন পর্যন্ত গ্লাসটি নিয়ে এটি পরীক্ষামূলক কথা, তবে মাইক্রোসফট এখনো গ্ল্যাবেলা গ্লাস ক্লিনিক্যালি বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি শুরু করছে এমন কিছু জানায়নি।

তবে মাইক্রোসফটের একদল গবেষক ও প্রকৌশলী গ্লাসটিকে পরবর্তী সময়োপোযোগী এবং আরও শক্তিশালী করতে কাজ করছে । বর্তমানে একটি পয়সার সমান চার্জেবল ব্যাটারি দিয়ে তারা ডিভাইসটি চালাচ্ছেন।

তথ্যসূত্র:এনডিটিভি