প্রযুক্তি বিশ্ব

মানবদেহে এআইয়ের বানানো ওষুধ পরীক্ষা হবে

By Baadshah

February 01, 2020

বিশ্বে প্রথমবারের মতো মানব দেহে পরীক্ষার জন্য ওষুধ বানিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। মেশিন লার্নিং মডেলের মাধ্যমে এই ওষুধ বানিয়েছে যুক্তরাজ্যের স্টার্টআপ এক্সসেনশিয়া এবং জাপানি ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান সামিটোমো ডাইনিপন ফার্মা।

‘অবসেসিভ-কমপালসিভ ডিজঅর্ডার’ বা ওসিডি চিকিৎসায় ব্যবহার করা হবে এআইয়ের তৈরি এই ওষুধ।সাধারণত কোনো ওষুধ পরীক্ষার পর্যায়ে নিতে সময় লাগে প্রায় পাঁচ বছর। এআই এই কাজটি করেছে ১২ মাসে– খবর বিবিসি’র। ‘অবসেসিভ-কমপালসিভ ডিজঅর্ডার’ বা ওসিডি চিকিৎসায় ব্যবহার করা হবে এআইয়ের তৈরি এই ওষুধ।

সাধারণত কোনো ওষুধ পরীক্ষার পর্যায়ে নিতে সময় লাগে প্রায় পাঁচ বছর। এআই এই কাজটি করেছে ১২ মাসে– খবর বিবিসি’র। “এআই দিয়ে নকশা করা ওষুধের প্রথম বছর এটি, এই দশকের শেষে নতুন সব ওষুধই এআই দিয়ে বানানো হতে পারে,” জানিয়েছেন হপকিনস।