TechJano

মানবসম্পদ দক্ষতা উন্নয়নে বাক্যের কর্মশালা অনুষ্ঠিত

দক্ষ মানব সম্পদ উন্নয়নে দিনব্যাপী “অপারেশনাল সুপারভাইজরি এন্ড লিডারশিপ” নামে একটি কর্মশালার আয়োজন করে বাংলাদেশ এসোশিয়েশন অব কল সেন্টার এন্ড আউটসোসিং (বাক্য)। কর্মশালাটি আজ শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোর এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি)। জনাব হারুনুর রশিদ সিনিয়র কনসালটেন্ট, আইডিয়া প্রজেক্ট প্রধান অতিথি হিসেবে কর্মশালাটির উদ্বোধন করেন । তিনি বলেন “ডিজিটাল বাংলাদেশ” বিনির্মানে দেশের সাফল্য, অগ্রযাত্রা ও অর্জিত সক্ষমতা উপস্থাপনে বাক্য কাজ করে যাচ্ছে।তথ্যওযোগাযোগপ্রযুক্তিখাতে দক্ষ মানব সম্পদ উন্নয়নে বাক্যের কার্যক্রমঅত্যান্তপ্রসংশনীয় ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ও বাক্যের সভাপতি জনাব ওয়াহিদ শরীফ তার বক্তব্যে বলেন, ২০২১ সালের মধ্যে ১ লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাক্য এ ধরনের প্রশিক্ষন কর্মশালা ভবিষ্যতেও চলমান থাকবে। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরীফুল বাশার নির্বাহী কর্মকর্তা, আইবিপিসি।
অনুষ্ঠানটির প্রশিক্ষক হিসাবে ছিলেন যথাক্রমে জনাব রিও তারও হায়াসি, সোশাল সেক্টর স্পেশালিস্ট – (এডিবি), জনাব মৃদা মোহাম্মদ মাহফুজুল হক, অপারেশনওএইচআরপ্রধান(এইচএমসিটেকনোলজিলিমিটেড) । জনাব ইমানুর রহমান- সিইও (চকলাদার কর্প), জনাব মিশকাতুল ইসলাম- সিইও (ফিউচার আইটি পার্ক)।
কর্মশালাটিকে প্রাণবন্ত, ফলপ্রসূ ও অর্থবহ করে তোলার জন্য বাক্যের সাধারন সম্পাদক জনাব তৌহিদ হোসেন প্রশিক্ষক ও অংশগ্রহনকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রশিক্ষন শেষে অংশগ্রহনকারীদের মধ্যে সনদপত্র বিতরন করা হয়।

Exit mobile version