প্রতিমাসে আপনার তো একই ধরনের বাজার করতে হয়- তাহলে আর শুধু শুধু বার বার কষ্ট কেনো? গ্রিন গ্রোসারি আপনার জন্য চালু করল মাসিক সাবস্ক্রিপ্সন সেবা’ মাসিক সদাই’। আপনি চাইলেই একদম বিনা মূল্যে এই সেবাটি গ্রহন করতে পারেন। এখন থেকে আপনি প্রতিমাসের বাজার একবারেই সাবস্ক্রাইব করে রাখতে পারবেন, গ্রিন গ্রোসারি থেকে প্রতিমাসের নির্দিষ্ট তারিখে আপনার বাজার পৌছে দেওয়া হবে আপনার দোরগোড়ায়। আর এর সাথে ডিস্কাউন্ট সুবিধা, ফ্রি হোম ডেলিভারী সুবিধা, পন্য ফেরত বা পরিবর্তন সম্পর্কিত সেবাসহ আরো অনেক কিছু তো থাকছেই।
‘মাসিক সদাই’ সেবার ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন সেবা, যেমন মাসকাবারি, মান্থলি বেস্ট, টাচ অব পিউরিটি, গ্রোসারি স্মাইল সহ আরো অনেক। আপনি চাইলে এসব সেবার যে কোন এক বা একাধিক সেব সাবস্ক্রাইব করে নিতে পারেন অথবা নিজেই নিজের মত বাজার প্যাকেজ করে নিতে পারেন। উল্লেক্ষ্য, গ্রিন গ্রোসারি ২০২০ থেকেই নিরাপদ পণ্যের পরিবেশন, উৎপাদন এবং বিপনন নিয়ে কাজ করে আসছে। গ্রিন গ্রোসারির পন্য অর্ডার দিতে ভিজিট করুন https://greengrocery.com.bd/product-category/mashik-shodai/ অথবা ফেসবুক পেজে: https://www.facebook.com/TheGreenGrocery