নতুন পন্য

মিররলেস দুই ক্যামেরা আনলো নাইকন

By Baadshah

August 25, 2018

নতুন দুই ফুল-ফ্রেইম মিররলেস ক্যামেরা আনলো বিখ্যাত ক্যামেরা ও ইমেজিং পণ্য নির্মাতা প্রতিষ্ঠান নাইকন। এগুলো হলো-জেড সিক্স এবং জেড সেভেন। এর আগে সপ্তাহ দুই আগে ক্যামেরা দুইটির টিজার প্রকাশ করেছিল নাইকন। অবশেষে এগুলো বাজারে এলো। এর মাধ্যমে স্বদেশীয় প্রতিষ্ঠান সনি’র কাছে পেশাদার ফটোগ্রাফি বাজারে হারানো নিজের জায়গা পাওয়ার চেষ্টায় নেমেছে নাইকন, এমনটাই বলা হয়েছে ব্লুমবার্গ নিউজ-এর প্রতিবেদনে।

নাইকন জেড৭ ও জেড৬ ডিভাইসদুটিতে লেন্স মাউন্ট রাখা হবে। বর্তমানে বাজারে থাকা পেশাদার ক্যামেরাগুলোর তুলনায় এই ক্যামেরাদুটি হালকা হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। জেড৭ ক্যামেরাটির দাম রাখা হয়েছে ৪,৪০,০০০ ইয়েন বা চার হাজার ডলার। এতে রাখা হয়েছে ৪৫.৭ মেগাপিক্সেল সেন্সর। চলতি বছর সেপ্টেম্বরের শেষে এটি বাজারে ছাড়া হবে।

অন্যদিকে ২৪.৫ মেগাপিক্সেল সেন্সরযুক্ত জেড৬-এর দাম রাখা হয়েছে ২,৭০,০০০ ইয়েন। জেড৬ বাজারে আসতে নভেম্বর পর্যন্ত সময় লেগে যাবে। বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে এক সংবাদ সম্মেলনে নাইকন প্রেসিডেন্ট কাজুও উশিডা বলেন, “আমরা মিররলেস বাজারে নতুন ক্ষমতা যোগ করব।”

ছবি-নিকন জেড৬ ছবি-নিকন জেড৬ মিররলেস ক্যামেরার বাজারে এতদিন সনি একাই ব্যবসায় করে যাচ্ছিল। নাইকন-এর প্রবেশের মাধ্যমে বাজারে সনি’র প্রতিদ্বন্দ্বী আসতে যাচ্ছে। একই ধরনের নিজস্ব মডেল আনার কথা বিবেচনা করার কথা জানিয়েছে জাপানি প্রতিষ্ঠান ক্যাননও।

ডিজিটাল ক্যামেরার বিক্রি কমিয়ে দিয়েছে স্মার্টফোনগুলো, তারপরও সংবাদ আর ক্রীড়া আয়োজনগুলোতে উন্নত ক্যামেরা আর লেন্সের মূল সরবারহকারী হিসেবে বিক্রি বাড়াচ্ছে এই তিন প্রতিষ্ঠান। নাইকন আর ক্যানন কয়েক দশক ধরে পেশাদার ক্যামেরার বাজারে আধিপত্য বজায় রেখেছে। শুরুতে ফিল্ম আর পরে ডিজিটাল সিঙ্গেল-লেন্স রিফ্লেক্স (ডিএসএলআর) ক্যামেরা দিয়ে। মিরর-অ্যান্ড-প্রিজম সিস্টেম না থাকা ডিভাইসগুলোতে উল্লেখযোগ্য পরিমাণে বাড়তি সুবিধা পাওয়া যায়-এ বিষয়টি দিন দিন স্পষ্ট হচ্ছে বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নাইকন-এর ক্যামেরা ব্যাবসায়ের প্রধান নবুইয়োশি গোকিউ বলেন, “আমরা মিররলেস বাজারে ১ নাম্বার স্থানে যাওয়ার লক্ষ্য নেব।” সনি’র আলফা সিরিজের ফুল-ফ্রেইম মিররলেস ক্যামেরার সঙ্গে জেড সিরিজ কীভাবে পাল্লা দেবে তা নিয়ে জিজ্ঞাসা করা হয় তাকে। তিনি লেন্স মাউন্টসহ অপটিক্যাল পারফরম্যান্সের কথা উল্লেখ করেন। এটি আগের নাইকন লেন্সগুলো ব্যবহারের সুবিধা দেয়। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি আমরা মিররলেসের ক্ষেত্রে ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারব।”

নাইকন জেড সেভেনের দাম ৩৪০০ ডলার। জেড সিক্সের দাম ২৬০০ ডলার। এই দামে শুধু বডি পাওয়া যাবে।