প্রযুক্তি খবর

মুক্তি পেলেন স্যামসাং প্রধান

By Baadshah

February 05, 2018

দক্ষিণ কোরিয়ার বহুজাতিক জায়ান্ট কোম্পানি স্যামস্যাংয়ের উত্তরাধিকারী ও ভাইস চেয়ারম্যান লি জে-ইয়ং কারাগার থেকে ছাড়া পেয়েছেন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন তিনি। সোমবার ০৫ ফেব্রুয়ারি তাকে মুক্তি দেন আপিল আদালত।

এদিন দক্ষিণ কোরিয়ার একটি আপিল আদালত তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বেশ কয়েকটি বহাল রাখলেও সাজা স্থগিত করে তাকে মুক্তি দিয়েছেন।

এদিকে, লি জে-ইয়ংয়ের সাজা স্থগিতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার কথা ভাবছে সরকার।

উল্লেখ্য, দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট পার্ক গিউন হে-কে ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন তিনি এবং এ মামলায় তার পাঁচ বছরের কারাদণ্ড হয়। একই অভিযোগে এবং অন্যান্য দুর্নীতি মামলায় অভিশংসিত হয়ে ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট গিউন হে। তিনিও কারাগারে সাজা ভোগ করছেন।