‘ওয়ার্ল্ড’স মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ড ২০১৮’ তালিকা প্রকাশ করেছে ব্র্যান্ড ফাইন্যান্স। বিশ্বের ৫০০টি ব্র্যান্ডের মূল্যায়ন করে শীর্ষ ১০০টি ব্র্যান্ডের নাম ঘোষণা করা হয়েছে। বিশ্বের জনপ্রিয় প্রযুক্তিভিত্তিক ব্র্যান্ডগুলো উক্ত তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছে, যার মধ্যে ২৫তম অবস্থানে রয়েছে হুয়াওয়ে। এ তালিকায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোরই জয়জয়কার। শীর্ষ পাঁচের সবগুলো কোম্পানিই যুক্তরাষ্ট্রভিত্তিক। তালিকায় এর পরের অবস্থানগুলোয় রয়েছে যথাক্রমে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যামাজন, অ্যাপল,গুগল, মাইক্রোসফট ও ফেসবুক। শীর্ষ এ পাঁচ প্রতিষ্ঠানকে একত্রে ‘ভয়ঙ্কর পাঁচ’ নামে আখ্যায়িত করা হয়েছে। চীনভিত্তিক টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি হুয়াওয়ে প্রথমবারের মতো ব্র্যান্ডজ প্রকাশিত তালিকায় ২৫তম স্থানে প্রবেশ করেছে। হুয়াওয়ে উদীয়মান চীনভিত্তিক টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি যার বাৎসরিক বিক্রয় ৭৫ বিলিয়ন ডলার ।