ইভেন্ট

মৃণাল সেনের চলচ্চিত্রের রাজনৈতিক পাঠ বিষয়ক কর্মশালা

By Baadshah

July 16, 2018

উপমহাদেশের কিংবদন্তী চলচ্চিত্রকার মৃণাল সেনের চলচ্চিত্র যাত্রা প্রায় পাঁচ দশকের। তাঁর এই দীর্ঘ চলচ্চিত্রযাত্রায় মৃণাল সেন ক্রমাগতভাবে নিরীক্ষা এবং অনুশীলনের মধ্য দিয়ে পথ রচনা করেছেন। তাঁর এই সৃষ্টিশীল পথচলায় তিনি সিরিয়াস মননশীল দর্শকদের ভাবিত করেছেন। তিনি গল্প বলার ফর্ম এবং প্রামাণ্যচিত্রের ফর্ম এই দুইয়ের থিসিস এবং অ্যান্টিথিসিসের মিলনের চেষ্টা করেছেন। তাঁর চলচ্চিত্রে তিনি অত্যাধিক ফ্রিজ শটের ব্যবহার কওে যেমনি চিত্রনাট্যের স্বাভাবিক চলনকে ভেঙ্গে দিয়েছেন। তেমনি তিনি গল্পবলা চলচ্চিত্রকে ভেঙ্গে চলচ্চিত্রে প্রবন্ধধর্মিতার রূপায়ন করেছেন।

তিনি উপমহাদেশের চলচ্চিত্রে রাজনৈতিক সচেতনতার জন্ম দিয়েছেন। তাঁর সকল চলচ্চিত্রের মূল পটভূমি ভীষণভাবে রাজনৈতিক। সমাজের মধ্যবিত্ত শ্রেণীর মানুষের দ্বিচারিতাকে মৃণাল সেন এত ঘন ঘন আঘাত আর কেউ করে নি। তাঁর চলচ্চিত্রের রাজনৈতিক পাঠ আমাদের নিত্য আন্দোলিত করে। আমাদের শিক্ষিত এবং দীক্ষিত করে। তাই তাঁকে জানার এবং জানানোর আয়োজনের তাগিদ আমরা বোধ করি।

মৃণাল সেনের চলচ্চিত্রের রাজনৈতিক পাঠ বিষয়ক দুই দিনব্যাপি কর্মশালার আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ ফিল্ম স্কুল। কর্মশালাটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রশিক্ষণ কক্ষে আগামী ২০ ও ২১ জুলাই ২০১৮, শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কর্মশালায় পাঠদান করবেন চলচ্চিত্র লেখক ও গবেষক অধ্যাপক ড. নাদির জুনাইদ এবং চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।

কর্মশালায় নিববন্ধনের শেষ তারিখ ১৮ জুলাই ২০১৮। কর্মশালায় নিবন্ধনের জন্য যোগাযোগ করতে হবে ০১৭১৮ ৯৫৬৫৭৭ নাম্বারে। নিবন্ধনের জন্য উল্লেখিত ফোন নাম্বারে আপনার নাম, বয়স, পেশা এবং ফোন নাম্বার লিখে এসএমএস করুন।