গেইম

মেসি আর নেইমারের লড়াই

By Baadshah

July 11, 2021

আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর চারদিকে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এবারের কোপা আমেরিকার ফাইনালটা যে হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের মাহাত্ম্য একটু অন্য রকমই।

কিন্তু বাস্তবতা হচ্ছে সেই রামও নেই, নেই সেই অযোধ্যাও। লাতিন ফুটবলে একটা সময় ছন্দ ছিল। প্রায় প্রতিটা দলেই ছিল তারকার ছড়াছড়ি, ছিল ব্যক্তি নৈপুণ্যের ঝলক। একটা সময় ব্রাজিল দলে পেলের পাশে খেলেছেন গারিঞ্চা, ভাভা, দিদির মতো ফুটবলার। আরও পরের কথা বললে ব্রাজিলের হলুদ জার্সিতে রোমারিও, রিভালদো, রোনালদো, রোনালদিনিওরা খেলেছে।

আর্জেন্টিনা দলে ডিয়েগো ম্যারাডোনার সতীর্থ ছিলেন ক্যানিজিয়া-বাতিস্তুতারা। পরের দিকে দলটিতে একসঙ্গে খেলেছে রিকেলমে-ক্রেসপো-স্যাভিওলারা। সেই তুলনায় ব্রাজিল বা আর্জেন্টিনা দলে এখন তারকা কোথায়? এখন আর্জেন্টিনার আছে শুধু লিওনেল মেসি, ব্রাজিলের সবেধন নীলমণি নেইমার। সেদিক থেকে এবারের আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনালের ম্যাচটা আসলে মেসি আর নেইমারের লড়াই।