TechJano

মেসেঞ্জারের যে ফিচারটি হতে পারে আপনার বিপদের বন্ধু

বর্তমান সময়ে বহুল প্রচলিত অ্যাপসের একটি হল মেসেঞ্জার। দৈনন্দিন জীবনে এই অ্যাপস টেক্সট মেসেজিং, অডিও ও ভিডিও কলের সুবিধা সহ নানান রকমের ফিচার যোগ করে যাচ্ছে প্রতিনিয়ত । আজ মেসেঞ্জারের এমনই এক ফিচার নিয়ে লিখতে যাচ্ছি যা হয়ত অনেকের আড়ালেই থেকে গেছে, অথচ এটি হতে পারে আপনার বিপদের বন্ধু।
একবিংশ শতাব্দীতে প্রযুক্তির অগ্রসর বিস্ময় জাগানোর মতোই। তবে একটি প্রশ্ন বরাবরের মতই থেকে যাই, আমরা এই প্রযুক্তির কতটুকু সঠিক ব্যবহার করতে পারছি বা শিখছি? খবরের কাগজের পাতা উল্টালেই যেমন আমরা দেখতে পাই প্রযুক্তির অগ্রসরের কথা সমানভাবেই আমরা দেখতে পাই এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধ সংঘটিত হওয়ার খবর। প্রযুক্তির ভালো এবং খারাপ দিক থাকবে স্বাভাবিক তবে প্রযুক্তির ভালো দিকই যাতে আমরা বেশী ব্যবহার করি সেটাই হবে আমাদের জন্য মঙ্গলজনক।
মেসেঞ্জার -এই একবিংশ শতাব্দীর প্রযুক্তির ফল যার ফলেই আমরা সহজে যোগাযোগ করতে পারছি, একে অপরের খোঁজ-খবর নিচ্ছি। বর্তমানে মেসেঞ্জারে অনেক ফিচার যোগ করার মাধ্যমে এর গুরত্ব আরো বাড়িয়ে দিয়েছে বহুগুণ! বন্ধু বা অন্যকারো সাথে মেসেজিং করার পাশাপাশি তার সাথে বিভিন্ন গেমস ও খেলা যাই;যা বিনোদনের মাধ্যম ও বটে। সব বন্ধুদের নিয়ে মেসেঞ্জারে চ্যাট গ্রপ খুললেন এবং কোথাও ঘুরতে যাওয়া নিয়ে কথা বলছেন।কিন্তু একেকজনের ঘুরতে যাওয়ার জন্য একেক জায়গা পছন্দ – কি অসুবিধাই না পড়লেন! এর জন্য ও মেসেঞ্জারে দারুণ ফিচার যোগ করেছে। কয়েকটি জায়গা বেছে নিয়ে “পুল” এর মাধ্যমে সর্বাধিক যে জায়গায় যাওয়ার ভোট হবে সে জায়গায় যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলবেন। ব্যস! সমাধান হয়ে গেল আপনার ঝামেলার। মেসেঞ্জারের এসব ফিচার ব্যবহার করছি আমরা প্রতিনিয়ত কিন্তু এসবের মধ্যে যে ফিচারটি আড়ালে রয়ে গেছে তা হল- লাইভ লোকেশন শেয়ার! হ্যাঁ! আপনি আপনার লোকেশন ও শেয়ার করতে পারবেন মেসেঞ্জারের মাধ্যমে।
১)ধরুন, আপনি রাতে বের হলেন একটা জরুরী কাজে। কিন্তু আপনি বুঝতে পেরেছেন আপনি কোনোভাবে বিপদে পড়েছেন কিন্তু আপনি কোথায় আছেন তা আপনার পরিচিত কাউকে জানানো খুব প্রয়োজন ; তাহলে খুব সহজেই লাইভ লোকেশন শেয়ার করে জানিয়ে দিতে পারবেন!
২) আপনি একটা জরুরী মিটিং এর জন্য বের হলেন কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম! অন্যদিকে আপনার বস তো আপনার রেগে এক অবস্থা ।আপনি বারবারই বলে যাচ্ছেন আমি এই জায়গায় জ্যামে আটকে আছি কিন্তু আপনার বস কিছুতেই মানছে না। তখনই আপনি মেসেঞ্জাওে লাইভ লোকেশন শেয়ারের মাধ্যমে বস কে জানিয়ে দিতে পারেন আসলেই আপনি জ্যামে আটকে আছেন। কি বিপদ থেকেই না উদ্ধার হলেন!!
৩)আপনার আত্মীয় বা ফ্রেন্ড বা অন্যকেউ বাসা পাল্টিয়েছে কিন্তু জায়গাটা চিনলেও বাসা এক্সেক্টলি কোন জায়গায় তা আপনি জানেন না। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে বিভিন্ন মানুষজন থেকে ঠিকানা জিজ্ঞেস করা বিরক্তিকর। কিন্তু আপনার বন্ধু বা আত্মীয় যদি লাইভ লোকেশন শেয়ার করে এবং আপনি সে অনুযায়ী গেলে কোন ঝামেলায় পোহাতে হচ্ছে না আপনার! এমনই অনেক বিপদের হাত থেকে উদ্ধার করবে মেসেঞ্জারের এই লাইভ লোকেশন শেয়ার ফিচারটি। ভাবছেন কোথায় পাব এই অপশন টি? ছবিতেই আপনাকে দেয়া হল অপশন টির খোঁজ।

 


অবশেষে, এ কথা মনে রাখা খুবই জরুরী যে, প্রযুক্তির ভালো দিকগুলো নিজে জানুন এবং অন্যকে জানান। তবেই, আমরা নিজেদেরকে প্রযুক্তির মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারব!

এ লেখকের আরও লেখা পড়ুন: স্মার্টফোনের অলরাউন্ডার ওয়ান প্লাস থ্রিটি, কি আছে এতে?

লেখক: ফারহান ভানভীর, তথ্যপ্রযুক্তি লেখক।
ফেসবুক:ttps://www.facebook.com/ffarhantanvir 

Exit mobile version