দেশ

মোস্তাফা জব্বারের ফেসবুক পেজ এখন ভেরিফায়েড, বাংলা নাম না হলে বন্ধু নেন না

By Baadshah

March 07, 2018

বাংলাদেশের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের ফেসবুক পেজটি ভেরিফায়েড করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। বুধবার ফেইসবুক কর্তৃপক্ষ নীল চিহ্ন দিয়ে পেজটিকে ভেরিফায়েড হিসেবে স্বীকৃতি দিয়েছে। মোস্তাফা জব্বার ভেরিফায়েড পেজটিতে লিখেছেন, আমার এ পেজটি ফেসবুক আজ ভে‌রিফাই ক‌রে‌ছে। এখন থে‌কে পৃষ্ঠা‌টির দি‌কে নজর বাড়া‌তে হ‌বে। চলতি মাসে মোস্তাফা জব্বারের ফেসবুক পেজটি খোলা হয়েছিল। অবশ্য ব্যক্তিগত ফেসবুক পেজে তার বন্ধু হতে গেলে বাংলা নাম থাকা লাগবে। এর আগে বাংলায় নাম না লেখায় অনেকে বন্ধু তালিকা থেকে বাদ পড়েছেন। বর্তমানে মোস্তাফা জব্বার পেজটিতে লাইকের সংখ্যার ২ হাজার ৬৮১। এই সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে।চলতি বছর জানুয়ারী মাসে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পান তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার। এর আগে মন্ত্রণালয়টি সরাসরি প্রধানমন্ত্রীর হাতে ছিল। কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যারের উদ্ভাবক মোস্তাফা জব্বার তার কর্মজীবন শুরু করেন সাংবাদিক হিসেবে। ১৯৭৩ সালে তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হন। তিনি ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাবের (অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ) সাধারণ সম্পাদক ছিলেন।তিনি ১৯৮৭ সালের ২৮ এপ্রিল কম্পিউটার ব্যবসায়ে প্রবেশ করেন। সে বছরের ১৬ মে কম্পিউটারে কম্পোজ করা বাংলা সাপ্তাহিক পত্রিকা আনন্দপত্র প্রকাশ করেন। ১৯৮৮ সালের ১৬ ডিসেম্বর প্রকাশ করেন বিজয় বাংলা কিবোর্ড ও সফটওয়্যার। প্রথমে মেকিন্টোস কম্পিউটার ও পরে ১৯৯৩ সালের ২৬ মার্চ উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্যও বিজয় বাংলা কিবোর্ড ও সফটওয়্যার প্রকাশ করেন।মোস্তাফা জব্বার বাংলাদেশের প্রথম ডিজিটাল বাংলা নিউজ সার্ভিস আনন্দপত্র বাংলা সংবাদ বা আবাস এর চেয়ারম্যান ও সম্পাদক। ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক অনেক কমিটির সদস্য তিনি। কপিরাইট বোর্ড এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কাউন্সিল সদস্যও এই তথ্যপ্রযুক্তিবিদ।