তথ্য প্রযুক্তিতে সারা বিশ্বে নারী-পুরুষের বৈষম্য কমিয়ে টেকসই লক্ষ্য মাত্রা বাস্তবায়নের জন্য বিশ্বে প্রথম বার বাংলাদেশ থেকে ১০ থেকে ২৫ বছরের মেয়েদের নিয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি রোব টেক লিডারশীপ নামক প্রোগ্রামের আয়োজন করছে বাংলাদেশ অ্যাডভান্স রবোটিক্স এবং ভিশন ২০২০ সাউথ এশিয়ান প্রকল্প। রাজধানী ঢাকার ধানমlন্ডির ২৭ নম্বর রোডের ইএমকে সেন্টার এবং ইএমকে মেকারল্যাবের সহযোগিতায় অনুষ্ঠানের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে যেখানে দেশের বিভিন্ন সরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পাশাপাশি নামকরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেধাবী ছাত্রীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতি ড. শফিকুল ইসলাম বলেন আগামীদিনের পৃথিবী রোবটিক্স এবং কৃত্তিম বুদ্দিমত্তা নির্ভর। তাই নারী পরুষ সমানভাবে অংশগ্রহণ না করলে কোন দেশ এই গ্লোবাল চ্যালেঞ্জে নিজের অস্তিত্ব সমান ভাবে রক্ষা করতে পারবে না। প্রযুক্তিতে নারীরা সর্বদাই পিছিয়ে আছে তাই ডিজিটাল বাংলাদেশর স্বপ্ন পূরণের জন্য মেয়েদের নিয়ে রোবটিক্স এবং অ্যাডভান্স টেকনোলজি নিয়ে এই নুতনধর্মী যুগপযোগী এই লিডারশীপ প্রোগ্রাম বিশেষ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য হোসনে আরা বাবলী বলেন , বাংলাদেশে থেকে মেয়েদের নিয়ে এই প্রথম যে উদ্যোগ গ্রহন করা হয়েছে তা সত্যিই আমাদের মাননীয় প্রধান মন্ত্রী দেশ দরদী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পুরনের একটি ধাপ বলে আমি মনে করি । এই ধরনের প্রোগ্রাম ভবিষ্যৎে ও যেন সফল ভাবে সম্পন্ন হয় এবং সকলে জেলা থেকে মেয়েরা এ গিয়ে আসে ।
এই সেমিনারের অংশগ্রহণকারীদের মাঝ থেকে কিছু নির্বাচিত সদস্যকে বিনামূল্যে বাংলাদেশর অ্যাডভান্স রোবটিক্সের দক্ষ গবেষক, প্রশিক্ষক এবং মেন্টর দ্বারা রোবটিক্স এবং অ্যাডভান্স প্রযুক্তি বিষয়ক কোর্স করার সুযোগ করে দেবেন। এছাড়া ভিশন ২০২০ সাউথ এশিয়ান প্রকল্পের উদ্যোগে রোবোটিক্স এবং তথ্য প্রযুক্তির নানান খাতে উদ্যোক্তা হওয়ার উপযুক্ত সুযোগ পাবেন এবং সদস্যরা বিনামূল্যে ক্যাম্পাস টেক অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ পাবেন। এই ধরনের প্রোগ্রাম তারা সারা বিশ্বে চালু করতে চায় এবং জাতিসংঘের টেকসই লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করবেন তারা। সীমিত আসনের কারণে বাছাই পর্বের মাধ্যমে ৬৪ জনকে নির্বাচন করা হবে।