বিশ্বের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৮-তে অংশগ্রহণ করেছে। আন্তর্জাতিক এই প্রদর্শনীতে এবার আধুনিক ৫-জি প্রযুক্তি, অল-ক্লাউড নেটওয়ার্ক, ইন্টারনেট অফ থিংস(আইওটি) প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি। এবারের আয়োজনে মূলত উন্নত যোগাযোগ, উন্নত ব্যবসায়িক প্রসার ও উন্নত প্রযুক্তির অভিজ্ঞতা অর্জনের উপর গুরুত্বারোপ করবে হুয়াওয়ে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার সম্প্রতি হুয়াওয়ের এই স্টল পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন বিটিআরসি-এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ ও হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড-এর সিইও ঝাও হাওফু । মন্ত্রী বলেন, “হুয়াওয়ে তাদের নিরন্তর প্রচেষ্টা ও উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বের প্রায় একতৃতীয়াংশ মানুষকে এক অনবদ্য নেটওয়ার্কে সংযুক্ত করতে পেরেছে। অভিনব প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে বিশ্বের ডিজিটাল ব্যবস্থার উন্নয়নে হুয়াওয়ে যে অবদান রাখছে, তা সত্যিই প্রশংসনীয়।” ফেব্রুয়ারি শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৮ চলবে ১ মার্চ পর্যন্ত।