পৃথিবীর সেরা প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল আয়োজন করছে দক্ষিন-পূর্ব এশিয়ার প্রথম মোবাইল সাইট ডেভেলপার ডে ২০১৮ “Mobile Site Developer Day 2018” আগামি ১৮ই মার্চ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এ। যেখানে অংশ নিবে দেশের ৪৫০ জন এম-সাইট সার্টিফাইড ডেভেলপার, সাথে থাকবে গুগল সাউথ ইস্ট এশিয়া ডেভেলপার রিলেশন টিম যার নেতৃত্ব দিবেন গুগল সাউথ ইস্ট এশিয়া ডেভেলপার রিলেশন এর প্রধান মানিকান্তান কৃষ্ণামূর্তি, আরও থাকবেন মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এছাড়াও থাকবেন দেশের স্বনামধন্য সকল আই টি প্রতিষ্ঠানের কর্ণধারবৃন্দ । গুগল এম-সাইট সার্টিফিকেট একটি অ্যাডভানস ওয়েব ডেভেলপমেন্ট প্লাটফরম যেখানে একজন ওয়েব ডেভেলপার বিনামূল্যে গুগল এর উদ্ভাবিত নতুন প্রযুক্তি এম-সাইট এবং প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ এর ট্রেনিং ও সার্টিফিকেশান সম্পন্ন করতে পারে। গুগল ডেভেলপার গ্রুপ জিডিজি সোনারগাঁও দেশে ১৫ টির ও অধিক বিশ্ববিদ্যালয়ে আয়োজন করে “mSite developer certification training” যেখানে অংশগ্রহন করে প্রায় ৭৫০ জনেরও বেশি ছাত্র ছাত্রী ও আই টি এক্সপার্ট, তাদের মধ্যে ৪৫০ জনের সফল ভাবে সার্টিফিকেশান লাভ করে, যা দক্ষিন-পূর্ব এশিয়ার দেশের মধ্যে সর্বোচ্চ। ইতিমধ্যে, সফলভাবে সার্টিফিকেশান লাভ তরুন-তরুনিরা দেশের স্বনামধন্য আই টি প্রতিষ্ঠানে চাকরি পেতে সক্ষম হয়েছে। বাংলাদেশে সফল ভাবে এম-সাইট সার্টিফিকেশান সম্পন্ন করা ডেভেলপারের সংখ্যা দক্ষিণপূর্ব এশিয়া তে সর্বোচ্চ, এই অসাধারণ অর্জনের স্বীকৃতি সরূপ গুগল ঢাকায় প্রথম বারের মত এই ডেভেলপার ডে এর আয়োজন করছে।