ট্রেন্ডিং

মোস্তাফা জব্বারের ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফায়েড

By Baadshah

August 16, 2018

ভেরিফায়েড হলো মোস্তাফা জব্বারের ফেসবুক অ্যাকাউন্ট। ফেসবুকে ভেরিফায়েড হওয়ায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের অ্যাকাউন্ট এখন স্বীকৃত অ্যাকাউন্ট হল। বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে তার নামের পাশে নীল টিক চিহ্ন দিয়ে ভেরিফায়েড হিসেবে স্বীকৃতি দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন মোস্তাফা জব্বার। স্ট্যাটাসে তিনি লিখেন, ‘ধন্যবাদ ফেসবুক। আমার ফেসবুক আইডিটা ভেরিফাই করার জন্য।’ মোস্তাফা জব্বারের ওই অ্যাকাউন্টে বর্তমানে ৬৬ হাজার ফলোয়ার রয়েছেন। মোস্তাফা জব্বার ২০১৮ সালের ২ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিজয় কিবোর্ড ও সফটওয়্যারের জনক। চলতি বছর জানুয়ারি মাসে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পান তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার। এর আগে মন্ত্রণালয়টি সরাসরি প্রধানমন্ত্রীর হাতে ছিল।কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যারের উদ্ভাবক মোস্তাফা জব্বার তার কর্মজীবন শুরু করেন সাংবাদিক হিসেবে। ১৯৭৩ সালে তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হন। তিনি ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাবের (অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ) সাধারণ সম্পাদক ছিলেন।মন্ত্রী হওয়ার আগে তিনি বেসিসের সভাপতি ছিলেন। বাংলাদেশ কম্পিউটার সমিতির চারবারের এই সভাপতি বেসিসের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও পরিচালকও ছিলেন।