TechJano

ম্যাকে অটো আপডেট বন্ধ করতে চান?

আপনি কি ম‍্যাক ওএস সিয়েরা ব‍্যবহার করেন? ম‍্যাকবুকে নতুন ওএস হাই সিয়েরা ইন্সটল করতে চান না।কিন্তু ম‍্যাকবুকটি চালু করলেই নোটিফিকেশন আসে নতুন আপডেটটি ডাউনলোড করে ইন্সটল করার। অনেক সময় ওএসটি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হওয়া শুরু করে। যা অনেকের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে চাইলে ম‍্যাকের আপডেট ওএস কিংবা অ‍্যাপের স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড বা ইন্সটল হবে না।

প্রথমে ম‍্যাকের বাম পাশে থাকা অ‍্যাপল আইকনে ক্লিক করে ‘System Preferences’ এ যেতে হবে।

তারপর ‘App Store’ অ‍পশনটিতে ক্লিক করতে হবে।

নতুন একটি পেইজ চালু হবে। সেখান থেকে ‘automatically check for updates’ অপশনটি ঠিক চিহ্ন তুলে দিতে হবে।

তাহলে ম‍্যাক ওএস কিংবা অ‍্যাপের নতুন কোন আপডেট এলে নোটিফিকেশন এসে বিরক্ত করবে না। এছাড়া, স্বয়ংক্রিয়ভাবে অ‍্যাপ ইন্সটল বা ডাউনলোড হবে না।

তথ্যসূত্র:টেকশহর

Exit mobile version