অ্যাপ রিভিউ

ম্যাসেঞ্জারে সিন অপশন বন্ধ রাখতে যা করবেন

By Baadshah

January 12, 2019

সামাজিক যোগাযোগের একটি বহুল আলোচিত মাধ্যম ফেসবুক। আর চ্যাটিংয়ের আলোচিত মাধ্যম এখন ফেসবুকের ম্যাসেঞ্জার। তবে অনেক সময় কারো সঙ্গে আমাদের চ্যাটিং করতে ইচ্ছা নাও করতে পারে। আবার অনেকের সঙ্গে কথা বাড়াতে চাই না বা যেকোন ঝামেলা থাকতেই পারে। অনেক সময়ই ফেইসবুক ম্যাসেঞ্জারে ম্যাসেজ আসলে ব্যবহারকারীরা তা পড়ে দেখেন কিন্তু রিপ্লাই দিতে চান না। এই সমস্যা এড়াতে চাইলে ম্যাসেঞ্জারের সিন অপশনটি বন্ধ করে রাখতে হবে। খুব সহজেই কয়েকটি ধাপ পেরিয়ে কাজটি করা যাবে। চলুন দেখে নেওয়া যাক সিন অপশন বন্ধ করার উপায়।

ম্যাসেঞ্জারে সিন অপশন বন্ধ করার উপায় :

অ্যান্ড্রয়েড ফোন:

অ্যান্ড্রয়েড ফোনের টপ বার ড্র্যাগ ডাউন করে অ্যারোপ্লেন আইকনে ক্লিক করে ফ্লাইট মোড অ্যাক্টিভেট করতে হবে। ড্রপ ডাউন মেনুতে অপশনটি না পেলে সেটিংসে যেতে হবে। সেখানেই পাওয়া যাবে ফ্লাইট মোড অপশন।

আইফোন: আইফনে সিন অপশন বন্ধ করতে সেটিংসে গিয়ে অ্যারোপ্লেন আইকনে ক্লিক করে ফ্লাইট মোড অ্যাক্টিভেট করতে হবে। ফ্লাইট মোড অ্যাক্টিভেট করা অবস্থায় ম্যাসেঞ্জারে গিয়ে ম্যাসেজ পড়লে প্রেরণকারী তা টের পাবেন না।

ক্রোম: গুগলের সার্চ বারে গিয়ে আনসিন ফর ফেইসবুক লিখে সার্চ দিতে হবে। এরপরে ‘আনসিন ফর ফেইসবুক-ক্রোম ওয়েব স্টোর’ লেখা সার্চ রেজাল্টটিতে ক্লিক করতে হবে। এরপরে অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক করে এক্সেনশনটি ইনস্টল করে নিতে হবে।এক্সেনশনটি ইনস্টল করার পর উপরে সার্চ বারের ডান দিকে একটি নীল রঙের আইকন দেখা যাবে। এতে ক্লিক করে ম্যাসেঞ্জারের সিন অপশন বন্ধ করাসহ বিভিন্ন সেটিংসে পরিবর্তন আনা যাবে।