TechJano

যুগান্তর অনলাইন কেন এত দ্রুত জনপ্রিয় হল?

বাংলাদেশে অনলাইনপোর্টাল হিসেবে তরতর করে এগিয়ে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে যুগান্তর ডটকম। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারীদের বেশির ভাগ মানুষ গুগল বাংলাদেশ (www.google.com.bd) ব্যবহার করেন। বিভিন্ন তথ্য ও ছবি অনুসন্ধানে বাংলাভাষাভাষী মানুষের কাছে এটি ব্যাপক জনপ্রিয়। সার্চ ইঞ্জিনের জনপ্রিয় এ ওয়েবসাইটকে পেছনে ফেলে দিয়েছে যুগান্তর অনলাইন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক আন্তর্জাতিক অনলাইন র‌্যাংকিং প্রতিষ্ঠান অ্যালেক্সার তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিজিটকৃত ওয়েবসাইটগুলোর মধ্যে যুগান্তরের (www.jugantor.com) বর্তমান অবস্থান ষষ্ঠ এবং বাংলাদেশের স্থানীয় ওয়েবসাইটগুলোর মধ্যে যুগান্তরের অবস্থান দ্বিতীয়।
অ্যালেক্সার প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, পাঠকদের ৬৩.৫ ভাগ বাংলাদেশের। বাকি সব পাঠক বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাংলা ভাষার মানুষ। যুগান্তরের পাঠকদের মধ্যে জাপানের ৬.৫, দক্ষিণ কোরিয়ার ৪.৯ ভাগ। এছাড়া যুগান্তরের মূল পাঠকের ৪.২ ভাগ বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন।
বৈশ্বিক ওয়েবসাইটগুলোর মধ্যেও যুগান্তর অনলাইনের অভাবনীয় উন্নতি হয়েছে। ইন্টারন্যাশনাল ইন্টারনেট রিচার্স প্রতিষ্ঠান নেটক্র্যাফটের তথ্য মতে, বর্তমানে বিশ্বে মোট সক্রিয় ওয়েবসাইট রয়েছে ২০ কোটিরও বেশি। অ্যালেক্সা বলছে, বিশ্বের সব ওয়েবসাইটের মধ্যে যুগান্তর তিন হাজার ৮৯৩তম স্থানে রয়েছে।
গুগল অ্যানালাইটিকের তথ্য অনুযায়ী যুগান্তর অনলাইনে প্রতি মাসে ৪০ লাখ পাঠক আসেন এবং মাসে পেজ ভিউ হয় প্রায় সাড়ে তিন কোটি। বিশ্বের ১৯৬টি দেশ থেকে ব্রাউজ হচ্ছে যুগান্তর ডটকম।
বিশ্বের কম পরিচিত দেশ গ্রানাডা, ভানুয়াতু, তাহিতি, মন্টিনেগো, টোগোর মতো দেশ ছাড়াও প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ নানা দেশে বাঙালি পাঠকের কাছে যুগান্তর অনলাইন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। ফলে আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে প্রতিনিয়ত এগিয়ে চলেছে যুগান্তর।
ফেসবুকে বর্তমানে যুগান্তরের ফ্যান পেজের সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় ৬০ লাখ ব্যবহারকারী। টুইটার, গুগল প্লাসসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও যুগান্তরের সরব উপস্থিতি রয়েছে।
অনলাইন টেক পোর্টাল হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে (https://techjano.com/) টেকজানো ডটকম।

Exit mobile version