ফেসবুকের নিউজ ফিডে ত্রিমাত্রিক ছবি (থ্রিডি) বাড়ছেই। ‘থ্রিডি ফটোস’ ফিচারের মাধ্যমে স্মার্টফোনে তোলা ছবিকে থ্রিডিতে রূপান্তর করে তা নিউজ ফিড, গ্রুপ বা কোনো পেজে শেয়ার করা যাচ্ছে। কিন্তু অনেকেই এই ফিচারটি ব্যবহার করতে পারছেন না। ‘থ্রিডি ফটোস’ ফিচারটি ব্যবহার করে ফেসবুকে ত্রিমাত্রিক ছবি পোস্ট করতে কিছু ধাপ অনুসরণ করতে হবে। এজন্য অবশ্যই নির্ধারিত মডেলের ডিভাইস ব্যবহার করতে হবে। আর সেসব ডিভাইস দিয়ে পোট্রেট মোডে ছবি ধারণ করতে হবে।
যেসব ফোনে থ্রিডি ছবি সমর্থন করে, সেগুলো হচ্ছে—স্যামসাং গ্যালাক্সি নোট ৮, নোট ৯, এস৯ প্লাস, এস১০, এস১০ প্লাস, গ্যালাক্সি ফোল্ড, গুগল পিক্সেল, পিক্সেল এক্সএল, পিক্সেল ২, পিক্সেল ২ এক্সএল, পিক্সেল ৩, ৪ এবং ৩ ও ৪ প্লাস। এছাড়া আইফোন এসই, আইফোন ৬এস, আইফোন ৭, ৭ প্লাস, ৮, ৮ প্লাস, এক্স, এক্সআর, এক্সএস, এক্সএস ম্যাক্স, আইফোন ১১, ১১ প্রো ও ১১ ম্যাক্সে এ সুবিধা পাওয়া যাবে।
ত্রিডি ছবি তৈরি এবং শেয়ার করা যাবে যেভাবে—
* ক্যামেরা চালু করে পোর্ট্রেট মোড অন করুন। এবার যে ছবিটি ‘থ্রিডি ফটোস’-এ শেয়ার করতে চান তা আপনার ক্যামেরায় ধারণ করুন।
* এবার ফেসবুক অ্যাপ চালু করে নতুন পোস্ট তৈরি করা শুরু করুন।
* উপরের ডান কোণায় থাকা ‘তিন বিন্দু’ আইকনটির উপর স্পর্শ করুন।
* এবার পোর্ট্রেট ফোল্ডার খুলতে ‘থ্রিডি ফটোস’ অপশনটিতে ক্লিক করে ছবি নির্বাচন করুন। এবার শেয়ার করুন।