ইভেন্ট

যেসব স্থানে পাওয়া যাচ্ছে অটিজম সচেতনতা কনসার্ট-এর টিকিট

By Baadshah

September 19, 2018

আগামী ২৮ সেপ্টেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য অটিজম সচেতনতা কনসার্টের টিকিট অনলাইনসহ রাজধানীর বিভিন্ন স্থানে পাওয়া যাচ্ছে। কনসার্ট উপভোগ করতে আগ্রহীরা নির্ধারিত স্থানে গিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন। এবারের কনসার্টে জনপ্রিয় ১২টি ব্যান্ড পারফর্ম করবে। কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টার (পিএফডিএ-ভিটিসি), বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা), সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং স্ক্যাইট্র্যাকার লিমিটেড।

বাগডুম ডট কমের নিচের লিংক থেকে টিকিট সংগ্রহ করা যাবে।

লিংক- https://www.bagdoom.com/catalog/product/view/id/192702

এছাড়াও স্বপ্ন সুপার শপের নির্ধারিত কয়েকটি আউটলেট থেকেও টিকিট পাওয়া যাবে। আউটলেগুলো হচ্ছে- ওয়ারী: ৩৬ রাংকিং স্ট্রিট , ওয়ারী; মিরপুর কাজীপাড়া: হোল্ডিংস ৫৪৪/২- সি, কাজীপাড়া; গুলশান ১: প্লট ৬, রোড – এসডাব্লিউ (এইচ), গুলশান এভিনিউ , গুলশান ১; উত্তর বনশ্রী: হাউজ ৪১ রোড ৬ বনশ্রী; উত্তরা: প্লট ৩২/ ডি-ই, নাটোর টাওয়ার, রোড ২, সেক্টর ৩, উত্তরা; ধানমণ্ডি ২৭: হাউস ৩৯, রোড ২৭, ধানমণ্ডি; বাসাবো: ঢাকা কমপ্লেক্স প্রাইভেট লিমিটেড, ১/গ মধ্যে বাসাবো; মিরপুর ১: ৩/এ , মিরপুর সিটি সেন্টার, দারুস সালাম রোড, মিরপুর ১; বনানী: ৩৫ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী; গ্রীন রোড: প্লট ৩/এ, রোড -৪, ধানম-ি; পান্থপথ: ইউনিয়ন হাইটস ৫৫-২, বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক, পশ্চিম পান্থপথ এবং মিরপুর ১২: হাউজ ১, রোড ১ , ব্লক বি, সেকশন ১২, মিরপুর।;

বাগডুমের টিকেট সংগ্রহ করা যাবে নিচের স্থানগুলো থেকে- হাউজ ৭, রোড ১ , ব্লক – বি , নিকেতন , গুলশান ১।

২১ সেপ্টেম্বরের পর থেকে বাগডুমের নিচের স্থান থেকে টিকিট সংগ্রহ করা যাবে-

আলফ্রেসকো ধানমণ্ডি: র‌্যাংগ্স নাসিম স্কয়ার, ৩য় তলা, হাউজ ২৭৫/ ডি (পুরাতন), ৪৬ খ (নতুন), রোড ২৭ (পুরাতন), ১৬ (নতুন), ধানমণ্ডি; আলফ্রেসকো উত্তরা: হাউজ ০১, রোড ১৯, সেক্টর ১১, গরীবে নেওয়াজ এভিনিউ, উত্তরা।

টিকেট হোম ডেলিভারি: আগ্রহীরা বাগডুম ডট কমের ওয়েব সাইট থেকে টিকেট হোম ডেলিভারি নিতে পারবেন। সেক্ষেত্রে ৫০ টাকা ডেলিভারি চার্জ পরিশোধ করতে হবে এবং টিকেট ৪৮ ঘন্টার ভিতরে ডেলিভারি করা হবে।

এছাড়াও, নিচের উল্লেখিত বিশ্ববিদ্যালয়গুলোতে টিকেট বিক্রি কার্যক্রম চলছে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, আহসান উল্ল্যাহ বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, ইউল্যাব, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউআইবি এবং এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়।