TechJano

যে পাসওয়ার্ডগুলো হ্যাক হয় সহজে

সাইবার দুনিয়ায় কম্পিউটার, ইলেক্ট্রনিক ডিভাইস বা অনলাইনভিত্তিক বিভিন্ন আইডি হ্যাক হওয়া এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দুনিয়াজুড়ে হ্যাকারদের দৌরত্ব বাড়ছে। তবে নিজের সুরক্ষার বিষয়ে সচেতন থাকলে হ্যাকিং থেকে রক্ষা পাওয়া সহজ।

হ্যাকিং থেকে নিজেকে রক্ষার প্রথম ধাপ হচ্ছে পাসওয়ার্ড। ইলেক্ট্রনিক ডিভাইস বা অনলাইনভিত্তিক যেকোন আইডির ক্ষেত্রে পাসওয়ার্ডই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু সেই পাসওয়ার্ডেই আমরা অনেক সময় গুরুত্ব দেই কম।

লাখ লাখ মানুষ এমন কিছু পাসওয়ার্ড ব্যবহার করে যা তার আইডি বা ডিভাইসের নিরাপত্তা দিতে পারে না। যুক্তরষ্ট্রের ক্যালিফোর্নিযার একটি সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান এমন ২৫টি পাসওয়ার্ড প্রকাশ করেছে।

‘স্পেলাশডাটা’ নামের ওই প্রতিষ্ঠানটি পাসওয়ার্ড নিয়ে গবেষণা করেছে। গবেষণায় দেখা গেছে অন্তত ১০ শতাংশ মানুষ সহজ ২৫টি পাসওয়ার্ড ব্যবহার করে। এই পাসওয়ার্ডগুলি ব্যবহার করার ফলে বেশিরভাগ ক্ষেত্রে হ্যাকিংয়ের কবলে পড়তে হয়।

তাদের প্রকাশিত ২৫টি পাসওয়ার্ড হচ্ছে;

১. 123456

২. password

৩. 123456789

৪. 12345678

৫. 12345

৬. 111111

৭. 1234567

৮. sunshine

৯. qwerty

১০. iloveyou

১১. princess

১২. admin

১৩. welcome

১৪. 666666

১৫. abc123

১৬. football

১৭. 123123

১৮. monkey

১৯. 654321

২০. !@#$%^&*

২১. charlie

২২. aa123456

২৩. donald

২৪. password1

২৫. qwerty123

তথ্যসূত্র: ডেইলি মেইল।

আরও পড়ুন:

যে নামগুলো পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না

ফেসবুকের পাসওয়ার্ড মনে না থাকলে কি করবেন?

উইন্ডোজ পিসির পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে উদ্ধার করবেন?

Exit mobile version