TechJano

যে ফোন ২০২১ সালে ঝড় তুলবে

আগামী বছরের শুরুতেই বাজারে আাসছে জি সিরিজের নতুন স্মার্টফোন। মডেল মটোরোলা জি প্লে (২০২১)। অ্যানড্রয়েড ১০ আউট অব বক্সে ফোনটি চলবে। এতে থাকছে কোয়ালকমের এন্ট্রি লেভেলের স্ন্যাপড্রাগন ৪৬০ চিপসেট। এছাড়াও এই ফোনে থাকছে এইচডি প্লাস ডিসপ্লে।

অফিসিয়াল লঞ্চের আগেই ফোনটি হাজির হয়ে গিয়েছে গুগল প্লে কনসোলে। আর সেই লিস্টিং থেকেই জানা যাচ্ছে, এই ফোনে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার্স থাকবে।

আসন্ন এই মটোরোলা স্মার্টফোনে ৩ জিবি র‌্যাম থাকবে বলে আরও জানা গিয়েছে। এতে হ্যান্ডসেটে লো-রেজোলিউশন রেন্ডার থাকছে। ফোনটির ডিসপ্লে-তে দেওয়া হচ্ছে ডিউড্রপ নচ আর সেখানেই থাকবে সেলফি ক্যামেরা। এই নতুন মডেলের ডিসপ্লের একদম ডানদিকে বড় বেজে়লও দেওয়া হতে পারে।

পাওয়ার এবং ভলিউম বাটন থাকছে ফোনের একদম ডানদিকে। তবে ব্যাক প্যানেল সম্পর্কে বেশি তথ্য এখনও অবধি জানা যায়নি। এই স্মার্টফোনে রিয়ার-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

ফোনটিতে ৫জি কানেকটিভিটি সাপোর্ট করছে। এর ডিসপ্লে ৬.৭ ইঞ্চির ম্যাক্স ভিশন এইচডিআর টেন। যার অ্যাসপেক্ট রেশিও ২০:৯। প্রসেসর হিসেবে এই ফোনে।

Exit mobile version