TechJano

“যোগাযোগ কৌশল প্রশিক্ষণ” অনলাইন কোর্সের পঞ্চম ব্যাচ শুরু

ডয়চে ভেলে (ডি ডব্লিউ) একাডেমি ও আর্টিকেল নাইনটিন পরিচালিত ১০ সপ্তাহের “যোগাযোগ কৌশল প্রশিক্ষণ” অনলাইন কোর্সের পঞ্চম ব্যাচ আগামী ১৭ জুলাই ২০২১ তারিখে শুরু হবে। এই কোর্সের মাধ্যমে সর্বশেষ গণমাধ্যম আইন, নীতি-নৈতিকতার প্রয়োগ এবং ডিজিটাল অধিকার ও নিরাপত্তা বিষয়ে প্রায়োগিক জ্ঞান অর্জন করা যাবে।এ বিষয়ে জানতে আগ্রহী যে কেউ বিনামূল্যে এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। এই কোর্স করে প্রশিক্ষণার্থীরা বিদ্বেষমূলক বক্তব্য, মিথ্যা বা ভুয়া তথ্য, ব্যক্তিগত তথ্য, তথ্য নিরাপত্তা বিষয়ে সচেতন ও দায়িত্বশীল হয়ে উঠবেন। কোর্সের প্রশিক্ষণার্থীরা জবাবদিহিতা, সুশাসন, কর্মপরিবেশ, সাংবাদিকতার নীতি বা নিয়ম, সত্যবাদিতা, বস্তুনিষ্ঠতার নীতিমালা, নিরপেক্ষতা, ন্যায্যতা, প্রযুক্তিগত এবং ডিজিটাল অধিকার ও সুরক্ষা বিষয়ে জানবেন। সফলভাবে কোর্স সম্পন্ন করার পরে ডয়চে ভেলে (ডি ডব্লিউ) একাডেমি ও আর্টিকেল নাইনটিন স্বীকৃত প্রশংসাপত্র দেওয়া হবে।
ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্ট মোবাইল ফোনের মাধ্যমেও এই কোর্সে অংশগ্রহণ করা যাবে।
কোর্সের ঠিকানাঃ https://banglatutorial-media.org
আরও তথ্যের জন্য যোগাযোগ করুনঃ
মোবাইলঃ+৮৮০১৭৩৩ ৫৬০১২৭

Exit mobile version