ফিচার

রংপুরে চালু হলো উবার, দেশের ৮টি বিভাগেই এখন পাওয়া যাচ্ছে উবারের সেবা

By Baadshah

January 13, 2022

রংপুরের যাত্রী ও চালকদের সেবা প্রদান করা শুরু করেছে উবার। এর মধ্য দিয়ে কোম্পানিটি বাংলাদেশের ৮টি বিভাগের প্রতিটিতেই তাদের ব্যবসা সম্প্রসারিত করলো। নিজেদের জনপ্রিয় পণ্যগুলোরএকটি উবার মটো যার মধ্য দিয়ে রংপুরে যাত্রা শুরু করলো উবার। বাংলাদেশ উবারের বৃহত্তম মটো বাজারের একটি। রংপুরে এই যাত্রা শুরু হওয়া পণ্যটির জনপ্রিয়তার প্রমাণ দেয়। ২০১৬ সালে যাত্রা শুরু করার পর সুবিধাজনক, সাশ্রয়ী ও নিরাপদ যাতায়াতের সুবিধা প্রদান করে সবার পছন্দের রাইড শেয়ারিং প্ল্যাটফর্মে পরিণত হয়েছে উবার। কোম্পানিটির জন্য বাংলাদেশ একটি দারুণ সম্ভাবনাময় জায়গা। বাংলাদেশে চালু হওয়ার পর থেকে ৪৯ লাখ যাত্রী এবং ২ লক্ষ চালককে সেবা প্রদান করেছে তারা। রংপুরে উবারের যাত্রা শুরুর কারণে যাত্রীরা ঝামেলামুক্ত, সাশ্রয়ী ও নিরাপদ উপায়ে যাতায়াত করতে পারবেন। এর মাধ্যমে ড্রাইভার পার্টনারদের উপার্জনের সুযোগও তৈরি হবে। রংপুরের মানুষদের যেকোনো সময়, যেকোনো জায়গায় বিরামহীন যাতায়াতের অভিজ্ঞতা প্রদান করাই উবারের লক্ষ্য। ক্ষুদ্র উদ্যোগের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি, ২০২১ সালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে মিলিতভাবে সম্মুখসারির স্বাস্থ্যকর্মী, বয়স্ক ব্যক্তি ও ঝুঁকিপুর্ণ অবস্থায় থাকা নাগরিকদের টিকাকেন্দ্রে যাতায়াতের জন্য ২৫০০০ফ্রি রাইড দিয়েছে উবার। এছাড়া, ঢাকা শহরের সকল যাত্রীর টিকাকেন্দ্রে যাতায়াতের জন্য ৫০০০০ ফ্রি রাইড দিয়েছে তারা। চালকদের দায়িত্বশীলভাবে হর্ন বাজাতে উৎসাহিত করে শব্দ দূষণ কমিয়ে আনার জন্য সচেতনতা সৃষ্টিতেও তারা কাজ করেছে। উবারের বাংলাদেশ ও পূর্ব ভারত প্রধান আরমানুর রহমান এ ব্যাপারে বলেন, “নতুন বছরের শুরুতেই নতুন এলাকায় ব্যবসার প্রসার ঘটাতে পেরে আমরা রোমাঞ্চিত। এতগুলো বছর ধরে উবার কোটি কোটি রাইড ও ডেলিভারিতে সাহায্য করছে, পৃথিবী জুড়ে যাত্রী, ব্যবসা, চালক ও কুরিয়ারের মধ্যে সংযোগ ঘটাচ্ছে, এভাবে যা আর কেউ পারেনি। আজ রংপুরে যাত্রা শুরুর মাধ্যমে আমরা দেশের ৮টি বিভাগের প্রত্যেকটিতে আমাদের কার্যক্রমের বিস্তার ঘটানোর মাইলফলক অর্জন করলাম। আমাদের প্ল্যাটফর্মের যাত্রী ও চালকদের ভালোবাসা ও সহযোগিতা এবং স্থানীয় কর্তৃপক্ষের সহায়তা ও শুভকামনা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। বাংলাদেশে আমাদের যাত্রা মাত্র শুরু হচ্ছে এবং বৈশ্বিক প্রযুক্তি ও স্থানীয় জ্ঞান ব্যবহার করে সামনের বছরগুলোতে আরো নতুন নতুন মাইলফলক অর্জনের জন্য আমরা মুখিয়ে আছি।” উবার মটো যেভাবে বুক করবেন: • আইওএস বা অ্যান্ড্রয়েডের জন্য উবার অ্যাপটি ডাউনলোড করুন এবং আপনার মোবাইল ফোন নম্বর ও ইমেইল আইডি দিয়ে একটি উবার অ্যাকাউন্ট খুলুন। • উবার অ্যাপে ঢুকে “হোয়্যার টু” সেকশনে আপনার গন্তব্যের নাম লিখুন। আপনার গন্তব্য সিলেক্ট করুন। স্ক্রিনের নিচের দিকে রাইড শেয়ারিং পণ্যের অপশন দেখা যাবে। • প্রোডাক্ট সিলেক্টর প্যানেলে সোয়াইপ করে ‘মটো’ ও ‘হায়ার’ সিলেক্ট করে আপনার পছন্দের রাইডটি বেছে নিন। • আপনার পিকআপ পয়েন্ট ও রিকোয়স্ট নিশ্চিত করুন। আপনার কাছাকাছি থাকা উবারের সাথে আপনাকে যুক্ত করে দেওয়া হবে। এখন আপনি রাইড শুরু করার জন্য প্রস্তুত!