TechJano

রক্তের প্রয়োজনে কাজে লাগবে ইনফোব্লাড, তৈরির কাজ চলছে

প্রয়োজনীয় রক্তের খোঁজে যাদের বিপদে পড়তে হয় তাদের জন্য নতুন সেবা তৈরি করছেন আরিফুল হাসান অপু। তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন-প্রতিনিয়ত রক্তের জন্য অনেকেই যোগাযোগ করে থাকেন, সবাইকে সবসময় সহায়তা করতে পারিনা কারন আমার নিজের কাছে ব্লাড ডোনারদের কোন ডাটাবেজ নাই, সেইক্ষেত্রে আমি সহ অনেকেই ফেসবুক এ পোস্ট দিয়ে রক্ত সহায়তা চায়, ভাবছি সারাদেশব্যপী ব্লাড ডোনারদের একটি ডাটাবেজ করবো, সাথে সব ব্লাডডোনার গ্রুপ গুলির জন্য ওপেন ও ক্লোজগ্রুপ এ ডোনার যাতে মেইন্টেইন করতে সেই ব্যবস্থা করা, একদল সেচ্ছাসেবী ইতিমধ্যে ওয়েবসাইট ও এপ্স এর কাজ শুরু করেছে, প্রায় ২৩০০০ জন ডোনার হিসাবে রেজিস্ট্রেশন ও করেছে, চলছে তথ্য যাচাই বাছাই এর কাজ, আপনি যদি ব্লাড ডোনার হয়ে থাকেন তবে রেজিস্ট্রেশন করতে পারেন, আমার ইচ্ছা ২০১৮ এর মধ্য ১ লক্ষ ডোনার এর তথ্য হালনাগাত করা, সবার পরামর্শ ও সহযোগীতা চাই।
www.infoblood.org

Exit mobile version