দেশের বাজারে ফোরজি নেটওয়ার্ক এনাবল হ্যান্ডসেট এনেছে রবি। সাশ্রয়ী দামের এসব ফোরজি ফোন বিক্রি হচ্ছে রবির ই-কমার্স আউটলেট শপডট রবিডটকম ডটবিডি। রবিশপে গ্রাহকরা পাবেন স্যামসাং গ্যালাক্সি জে টু প্রাইম, স্যামসাং গ্যালাক্সি জে টু প্রো, স্যামসাং গ্যালাক্সি জেটু নেক্সট, স্যামসাং গ্যালাক্সি জে সেভেন (২০১৬), স্যামসাং গ্যালাক্সি এ ফাইভ (২০১৬), স্যামসাং গ্যালাক্সি এ সেভেন (২০১৭), স্যামসাং গ্যালাক্সি জে সেভেন প্রাইম (৩২ জিবি), স্যামসাং গ্যালাক্সি জে সেভেন ম্যাক্স, স্যামসাং গ্যালাক্সি জে সেভেন প্রো, হুয়াওয়ে নোভা টু আই, হুয়াওয়ে জি আর ফাইভ ২০১৭ প্রিমিয়াম, হুয়াওয়ে জি আর ফাইভ (২০১৭), নোকিয়া এইট, নোকিয়া ফাইভ, নোকিয়া টু, ওয়ান প্লাস ফাইভ টি ১২৮ জিবি, ওয়ান প্লাস ফাইভ টি ৬৪ জিবি ও ব্ল্যাকবেরি কিওয়ান।
আকর্ষণীয় ফিচারের এ স্মার্টফোনগুলো শূন্য শতাংশ ইএমআইতে পাওয়া যাচ্ছে। এছাড়া গ্রাহকরা এ সাইট থেকে যেকোন স্মার্টফোন কিনলে ফ্রি ডেলিভারি, আকর্ষণীয় উপহার এবং ৪জিবি ফোরজি ডেটা প্যাক উপভোগ করতে পারবেন।