TechJano

রাইজআপ ল্যাবস পেলো অ্যাসোসিও ডিএক্স ২০২৪ আউটস্ট্যান্ডিং টেক কোম্পানি পুরস্কার

অ্যাসোসিও ডিএক্স ২০২৪ (ASOCIO DX 2024) পুরস্কার অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে আরও একটি স্বীকৃতি পেল বাংলাদেশি টেক কোম্পানি রাইজআপ ল্যাবস। অ্যাসোসিও পুরস্কার তালিকার প্রধান ক্যাটাগরি “আউটস্ট্যান্ডিং টেক কোম্পানি”-তে পুরস্কারটি লাভ করেছে প্রতিষ্ঠানটি।

এ বছর এই ক্যাটাগরিতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৯টি দেশ থেকে মোট ১২টি বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ পুরস্কার জয়ে উচ্ছ্বসিত রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও এরশাদুল হক বলেন, “এ পুরস্কার বিজয়ী হয়ে আমরা সত্যিই আনন্দিত।

এটি শুধু রাইজআপ ল্যাবসের অর্জন নয়; এই পুরস্কারটি দেশের অর্জন”।

তিনি আরো বলেন, “রাইজআপ ল্যাবস শুরু থেকেই বিশ্বমানের আইটি সেবা ও টেকনোলজি সমাধান প্রদানকারী কোম্পানি। বিগত বছরজুড়ে আমরা স্থানীয় এবং আন্তর্জাতিক ক্লায়েন্টদের সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে টেক খাতে নিজেদের প্রতিষ্ঠিত করেছি।

আমাদের ওয়েব ৩.০, অটোমেশন, ডেটা অ্যানালিটিক্স, ইন্টারনেট অব থিংস (আইওটি), ক্লাউড কম্পিউটিং, গেম ডেভেলপমেন্ট এর মতো উদীয়মান প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিশেষজ্ঞতা রয়েছে।

উল্লেখ্য, অ্যাসোসিও ডিএক্স পুরস্কার প্রতি বছর প্রতিষ্ঠানটির প্রধান অনুষ্ঠান “ডিজিটাল সামিট”-এ আয়োজিত হয়। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের টেক প্রতিষ্ঠানগুলির উল্লেখযোগ্য সাফল্যকে সম্মান ও স্বীকৃতি দেওয়া এই পুরস্কারটির প্রধান উদ্দেশ্য।

যুগান্তকারী উদ্ভাবন থেকে শুরু করে ইন্ডাস্ট্রিতে পথপ্রদর্শক, মনোনীত কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ অবদানগুলোকে সযত্নে বিবেচনা করা হয় পুরস্কারের জন্য। নতুন এবং প্রতিশ্রুতিশীল প্রযুক্তি সম্পন্ন পণ্য ও সমাধান প্রদানকারী কোম্পানিগুলো বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাসোসিও ডিএক্স পুরস্কার লাভ করে।

প্রযুক্তির অগ্রগতিতে কোম্পানিগুলোর নেতৃত্ব এবং টেক খাতে তাদের অবদানের যথাযথ স্বীকৃতি দিতে ১০টি ক্যাটাগরিতে অ্যাসোসিও ডিএক্স পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে শীর্ষস্থানে রয়েছে ‘আউটস্ট্যান্ডিং টেক কোম্পানি’, যা উদীয়মান প্রযুক্তির ব্যবহার এবং অঞ্চলটিতে সেগুলোর প্রভাব বৃদ্ধির জন্য কোম্পানিগুলোর অবদানকে বিশেষভাবে মূল্যায়ন করে। এই ক্যাটাগরিতে সরকারি ও বেসরকারি কোম্পানি উভয়ের অবদানকেই গুরুত্ব দেওয়া হয়।

এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) হলো এশিয়া-প্যাসিফিক অঞ্চলের একটি ২৪-সদস্য বিশিষ্ট আইসিটি ফেডারেশন। ১৯৮৪ সালে যাত্রা শুরু করা এই আন্তর্জাতিক আইসিটি বাণিজ্য সংস্থার বর্তমানে সদস্য বাংলাদেশ, ভারত, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনামসহ ২৪টি দেশ।

 

Exit mobile version