গেইম

রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি গেমিং চ্যাম্পিয়নশিপ

By Editor

August 07, 2019

১৬ টি ইউনিভার্সিটির স্টুডেন্টরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে । এতে ডটা ২, সিএসঃগো, ফিফা ১৯ ,এনএফএস এবং পাবজি মোবাইল গেমস এর মধ্যে প্রতিযোগিতা হয়।

বিজয়ীরা পেয়েছেন ১লাখ টাকার প্রাইজ মানি।

এতে টাইটেল স্পন্সর হিসাবে ছিল বাংলাদেশের সবচেয়ে বড় গেমিং ব্যান্ড অরোজ এবং

গিগাবাইট। গ্লোড স্পন্সর হিসাবে ছিল এসার- লজিটেক, কুলার মাস্টার ও জি-স্কিল।

সাইবার সিকিউরিটি পার্টনার হিসাবে ছিল ক্যাসপারস্কি। মেলাটি অনুষ্ঠিত হয়েছে ওয়াল্টন ও ক্লাব জি ওয়ান আইটি এর সহযোগিতায়।

মিডিয়া পার্টনার বাংলাদেশের প্রথম আইটি নিউজ পোর্টাল সিনিউজ, ডেলি সান, নিউজ২৪।

আয়োজক হিসেবে ছিল মার্ক কমিউনিকেশন ও ইন্ডিপেনডেন্ট ইউনিভারসিটি ই-স্পোর্টস ক্লাব ।