TechJano

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত। সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকায় এই ভূমিকম্প হয়। বেশ কয়েক সেকেন্ড এটি স্থায়ী ছিল।
তবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।এ সময় বহুতল ভবনের ওপরে থাকা মানুষ বেশ দুলুনি অনুভব করেন। আবহাওয়া অধিদপ্তর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে নারায়ণগঞ্জ, রাজশাহী, নাটোর, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট ও পঞ্চগড়ও।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমেদ জানান, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্র থেকে ২৯৩ কিলোমিটার উত্তরে, ভারতের আসামে।এর গভীরতা ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।

এদিকে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এর আগে সকাল সাড়ে ১০টার দিকে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল ও কলকাতায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

Exit mobile version