জনপ্রিয়

রিয়েলমি ভি ১৩: হাই বাজেটের পারফেক্ট ফোন

By Baadshah

April 02, 2021

করোনারি মহামারীতে রিয়েলমি তাদের আরেকটি নিউ ব্র্যান্ড ফোন লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটির নাম হল রিয়েলমি ভি ১৩। আজকের আর্টিকেলে আমি আপনাদের রিয়েলমি এর এই নতুন মডেলের সকল স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো।তো চলুন শুরু করা যাক আজকের এই আর্টিকেলটি।

নেটওয়ার্ক: এতে জিএসএম,এইচ এস পি এ ,সি ডি এম এ, ই ভি ডি ও এবং এল টি ই টেকনোলজি ব্যবহার করা হয়েছে ।

ডিসপ্লে: এতে থাকছে ৬.৫২ ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি প্যানেল এর ডিসপ্লে।যার পিপিআই ডেনসিটি হল ৪০৪। ডিসপ্লে রেজুলেশন হলো ১০৮০*২৪০০ পিক্সেল ।এর অ্যাসপেক্ট রেশিও হলো ২০:৯।

অপারেটিং সিস্টেম: অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১০। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মমানসিটি যা ৬ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে থাকছে মালি জি ৫৭ এম সি ৩।

মেমোরি: ফোনটি পাওয়া যাবে মাত্র একটি এ। তা হল ৬ জিবি রেম এর সাথে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ।

ক্যামেরা: এর ব্যাক সাইডে থাকছে ৬৪ মেগাপিক্সেল এর একটি মেইন সেনসর ক্যামেরা,৮ মেগাপিক্সেল এর একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,২ মেগাপিক্সেল এর একটি ডেপথ সেনসর ক্যামেরা। আর ফন্টে থাকছে ১৬ মেগা পিক্সেল এর একটি সেলফি ক্যামেরা

সাউন্ড সিস্টেম: এতে লাউড স্পিকার এর পাশাপাশি থাকছে ৩.৫৫ এমএম হেডফোন জাক।

ব্যাটারি এবং চার্জার: এতে থাকছে ৪৩১০ মিলি এম্পিয়ারের একটি হিউজ ব্যাটারি এবং ১৮ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার।

সিকিউরিটি সিস্টেম: সিকিউরিটি সিস্টেম হিসেবে ফেস আনলক এর পাশাপাশি থাকছে সাইড মাইন্টেনড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

দাম: বাংলাদেশের বাজারে ফোনটির দাম হতে পারে ৪৯৪৯৯ টাকার মতো।