ফিচার

রিয়েলমিয়াও নিয়ে এসেছে ইচ্ছে পূরণের সুযোগ

By Sajia Afrin

December 29, 2022

রিয়েলমিয়াও নিয়ে এসেছে ইচ্ছে পূরণের সুযোগ! নতুন বছরকে স্বাগত জানাতে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি নিয়ে আসছে ভিন্নধর্মী এক প্রতিযোগিতা।

নতুন বছরের শুরুতে আমরা অনেকেই নতুন উদ্যমে জীবনের যাত্রা শুরু করি এবং নতুন লক্ষ্য নির্ধারণ করি। সেই লক্ষ্য অর্জনে আমাদের দরকার হতে পারে বিভিন্ন ধরনের টেক ডিভাইস।

আসন্ন বছরে আপনার সেই প্রয়োজন ও ইচ্ছে পূরণ করতে চলে এসেছে রিয়ালমিয়াও!

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রিয়েলমি ফ্যানরা নতুন বছরে কী অর্জন করতে চায় এবং রিয়েলমি’র কোন এআইওটি পণ্য তাদেরকে এই প্রয়াসে সহায়তা করবে তা উল্লেখ করে রিয়েলমিয়াও-কে চিঠি লিখতে হবে।

এই লিঙ্কে (https://c.realme.com/bd/post-details/1607302412087021568) ক্লিক করলেই পেয়ে যাবেন একটি উইশ কার্ড, যেখানে আপনি লিখতে পারবেন আপনার নাম, নতুন বছরের লক্ষ্য এবং বাছাই করতে পারবেন আপনার সেই লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় পণ্য।

এ তথ্য অনুযায়ী স্বয়ংক্রীয়ভাবে তৈরি হয়ে যাবে আপনার চিঠি।

প্রতিযোগিতা শেষে তিনজন ভাগ্যবান বিজয়ী তাদের ইচ্ছে পূরণের জন্য পাবেন তাদের বাছাই করা রিয়েলমি এআইওটি পণ্য।

২৭ ডিসেম্বর, ২০২২ থেকে শুরু হয়ে প্রতিযোগিতাটি চলবে ৫ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত। আর দেরি না করে লিঙ্কে ক্লিক করে উইশ কার্ডটি পূরণ করে ফেলুন।

রিয়েলমি

ই-কমার্সের বিস্তৃত প্রেক্ষাপটে দৃঢ় পারফরমেন্স এবং ট্রেন্ডি ডিজাইন সরবরাহকারী ডিভাইস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ২০১৮ সালের মে মাসে রিয়েলমি প্রতিষ্ঠিত হয়েছিল।

রিয়েলমির বিভিন্ন পণ্য প্রবর্তনের সাথে সাথে তাদের ‘পাওয়ার’ এবং ‘স্টাইল’ এর জন্য ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে।

ভারতে রিয়েলমি দীপাবলির সময় ৩ দিনের মধ্যে ১ মিলিয়ন মোবাইল ফোন বিক্রি রেকর্ড গড়েছিল।

রিয়েলমি দক্ষিণ-পূর্ব এশিয়ার লাজাদার বিক্রির রেকর্ডও ভেঙে এই প্ল্যাটফর্মের মোবাইল ফোন বিভাগে ১ নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছিল। চীন, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, মিশর ইত্যাদির মতো খুব অল্প সময়ের মধ্যেই রিয়েলমে ৬১টিরও বেশি দেশের বাজারে প্রবেশ করেছে।

ফেব্রুয়ারি ২০২০, রিয়েলমি বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে। রিয়েলমি শক্তিশালী পারফরম্যান্স, আড়ম্বরপূর্ণ ডিজাইন, আন্তরিক পরিষেবাগুলো সরবরাহ এবং স্মার্টফোনের আরও সম্ভাবনা অন্বেষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।