ঈদের আগেই বাংলাদেশের স্মার্টফোন বাজারে অফিশিয়ালি আসছে রিয়েলমি সিক্স। ২০২০ সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে প্রবেশের পর থেকে টেক-ট্রেন্ডসেটিং এই কোম্পানিটি বাজারে নিয়মিতভাবে শক্তিশালী স্মার্টফোনের পাশাপাশি চমৎকার সব এআইওটি পণ্য নিয়ে আসছে। বিভিন্ন দেশে ইতোমধ্যে গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে রিয়েলমি সিক্স। বাংলাদেশের বাজারে লঞ্চ হলে এই স্মার্টফোনটি নিজস্ব প্রাইজ পয়েন্টে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এবং স্মার্টফোনটি সম্ভাব্য ২৫,০০০ টাকা প্রাইজ রেঞ্জেরও কমে বাজারে আসবে।