টেক ফ্যাশন

রিয়েলমি স্পোর্টস স্মার্টওয়াচ আনল

By Baadshah

June 06, 2020

এই প্রথম স্মার্টওয়াচ আনছে রিয়েলমি। কোম্পানির প্রথম স্মার্টওয়াচে থাকছে টাচস্ক্রিন ডিসপ্লে। এই স্মার্টওয়াচে ২.৫ডি কার্ভড ডিসপ্লে ব্যবহার করেছে চীনের সংস্থাটি। লঞ্চের সময় এই স্মার্টওয়াচে ১২ টা ওয়াচফেস থাকছে। ভবিষ্যতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে ১০০টা ওয়াচফেস পাঠাবে রিয়েলমি। থাকছে হার্টরেট সেন্সর ও ১৪টা স্পোর্টস মোড।

বাজারের অন্যান্য স্মার্টওয়াচের মতোই রিয়েলমি ওয়াচ-এও স্মার্ট ফিচারের সঙ্গেই রয়েছে একাধিক স্পোর্টস ট্র্যাকিং মোড। থাকছে রিয়েল টাইম হার্ট-রেট সেন্সর। এছাড়াও রক্তে অক্সিজেনের পরিমাণ মাপতে রয়েছে এসপিও২ সেন্সর।

এই স্মার্টওয়াচে ১৪টা স্পোর্টস ট্র্যাকিং মোড রয়েছে। এছাড়াও স্মার্টফোনের ভয়েস কল, এসএমএস ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও অন্যান্য অ্যাপ নোটিফিকেশন দেখে নেওয়া যাবে। এছাড়াও স্মার্টওয়াচ থেকে মিউজিক প্লে-ব্যাক নিয়ন্ত্রণ করা যাবে। ক্যামেরার রিমোট শাটার হিসাবে ব্যবহার করা যাবে এই স্মার্টওয়াচ।

যদিও অন্যান্য প্রিমিয়াম স্মার্টওয়াচের মতো রিয়েলমি ওয়াচ থেকে ভয়েস কল করা যাবে না। যদিও ভয়েস কল রিজেক্ট করার অপশন থাকছে। রিয়েলমি লিঙ্ক অ্যাপ ব্যবহার করে এই এই স্মার্টওয়াচ স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা যাবে।

রিয়েলমি ওয়াচে রয়েছে একটি ১.৪ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে। সঙ্গে রয়েছে ২.৫ডি কার্ভড গ্লাস। কোম্পানির দাবি এক চার্জে ২০ দিন চলবে এই স্মার্টওয়াচ। রিয়েলমি ওয়াচের ওজন ৩১ গ্রাম।