জনপ্রিয়

রেডমি কে ৪০ প্রো প্লাস আসছে

By Baadshah

February 27, 2021

রেডমি তথা শাওমির মোবাইল বর্তমানে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এবং সেই সাথে হয়ে উঠেছে ব্যবসা সফল। রেডমি সিরিজের এবার দুরন্ত মোবাইল বাজারে আসছে এবং সেই মোবাইলটি হতে চলেছে এক কথায় অসাধারণ। সেই ফোনটি হচ্ছে রেডমি কে ৪০ প্রো প্লাস। খুবই অত্যাধুনিক প্রযুক্তি এবং ফিচার দেওয়া হয়েছে এই ফোনটিতে । চলুন আলোচনা করা যাক রেডমি কে ৪০ প্রো প্লাস মোবাইলটির স্পেসিফিকেশন নিয়ে।

ডিসপ্লেঃ

রেডমি কে ৪০ প্রো প্লাস মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪০০ পিক্সেল। নিরাপত্তার জন্য ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫।

বডিঃ এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। এবং এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে , সিমগুলো হবে ন্যানো সিম। কর্নিং গরিলা গ্লাসের নিরাপত্তা দেওয়া হয়েছে উক্ত ফোনটিতে। উক্ত ফোনটির ওজন দেওয়া হয়েছে ১৯৬ গ্রাম এবং এর আয়তন হবে ১৬৩.৭X৭৬.৪X৭.৮ মিলিমিটার। সাদা, কালো এবং অরোরা রঙ এ পাওয়া যাবে এই ফোনটি।

হার্ডওয়্যার: রেডমি কে ৪০ প্রো প্লাস ফোনটির চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮। সি পি ইউ থাকছে অক্টাকোর প্রসেসর। জিপি ইউ থাকছে অ্যাড্রিনো ৬৬০। এই ফোনটিতে দেওয়া হয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ফোন স্টোরেজ। অতিরিক্তভাবে আরো ২৫৬ জিবি স্টোরেজ ব্যবহার করা যাবে। এছাড়া এই ফোনটির রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ১২০ হার্জ যার ফলে ফোনটি খুব ফাস্ট হবে। উক্ত ফোনটিতে হাই রেজুলেশনের গেম খেলা এবং হাই কোয়ালিটির ভিডিও স্ট্রিমিং করা যাবে খুব সহজে। এই ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রোয়িড ১০। ৫ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। এবং টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে ফোনটিতে, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুথুথ

৫.১, ওয়াইফাই সহ যাবতীয় সুবিধা। রেডমি কে ৪০ প্রো প্লাস তে দেওয়া হয়েছে ৪৫২০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারী। যার ব্যাকআপ প্রসংশনীয়। এছাড়া ফাস্ট চার্জ এর জন্য দেওয়া হয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জ ক্যাপাসিটি।

ক্যামেরাঃ রেডমি কে ৪০ প্রো প্লাস তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ। যার প্রাথমিক ক্যামেরাটি ১০৮ মেগাপিক্সেল এর ওয়াইড, ৮ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড এবং অপরটি হবে ৫ মেগাপিক্সেল এর ম্যাক্রো সেন্সর। সাথে থাকছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরাটি থাকছে ২০ মেগাপিক্সেল এর। উক্ত ক্যামেরা গুলোতে থাকবে এইচ ডি আর, প্যানোরামা, পোরট্রেইট মোড, এ আই ক্যামেরা, ই আই এস এবং পি ডি এ এফ। এই সব ইফেক্ট থাকার কারণে ইউটিউব এর জন্য ভিডিও ও টিকটক এর ভিডিও বানানো যাবে। এবং তারা খুব সুবিধা পাবে।

রেডমি কে ৪০ প্রো প্লাস মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ৪৭,৮২৫ টাকা। মোবাইলটি আমার কাছে খুব ভাল লেগেছে।