TechJano

লন্ঠন সদৃশ্য ব্লুটুথ স্পিকার আনলো মাইক্রোল্যাব

স্মার্ট টেকনোলজিস বাজারে নিয়ে এসেছে মাইক্রোল্যাব ব্রান্ডের লাইটহাউজ পোর্টেবল ব্লুটুথ স্পিকার। ৪.২ ব্লুটুথ প্রযুক্তি সম্পন্ন এই স্পিকারে রয়েছে ৩ ওয়াট বৈদ্যুতিক আউটপুট পাওয়ার। স্পিকারটির ফ্রিকোয়েন্সি ১৮০ হার্জ-২০ কিলোহার্জ এবং সিগনাল নয়েজ রেশিও ৭০ ডিবি এর বেশি।

পোর্টেবল এই মাল্টিফাংশনাল স্পিকারটিতে থাকছে ৫০০০ মিলিঅ্যাম্পায়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। মাত্র ২ ঘন্টা চার্জ দিয়েই ১০ ঘন্টা পর্যন্ত একটানা চালানো যাবে স্পিকারটি। ইউএসবি পোর্ট থাকায় এই পেনড্রাইভ ব্যবহার করে গান শুনা যাবে স্পিকারটিতে।

লন্ঠনের আদলে তৈরি এই স্পিকারটিতে আলো কমবেশি করে ঘরকে বিভিন্ন রঙে সাজানো সম্ভব। এছাড়াও আলোর ভিন্নতার সঙ্গে সঙ্গে ভিন্ন ভিন্ন মোডে গান যাবে। নান্দনিকতায় ভরা সম্পূর্ন পানি নিরোধক এই স্পিকারটির খুচরা মূল্য ৫৫০০ টাকা।

Exit mobile version